আবার আর্থিক জালিয়াতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (P N B) গুজরাটি সংস্থা ১২০০ কোটি টাকা ধার নিয়ে ফেরত দিতে অস্বীকার

Spread the love

ওয়েব  ডেস্ক:-   আবার এক গুজরাট ,এক সংস্থা আবার ব্যাঙ্কের লোন নিয়ে .শোধ না করে খবরের শিরোনামে ।  ফের আর্থিক জালিয়াতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (P N B )। এবার ১,২০৩ কোটি টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ উঠল গুজরাটের এক সংস্থার বিরুদ্ধ। বুধবার বিজ্ঞপ্তি জারি করে ঘটনার কথা জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এর আগে একাধিক আর্থিক জালিয়াতির শিকার হয়েছে এই ব্যাংকটি। ঋণ নিয়ে দেশ ছেড়েছেন একাধিক ব্যবসায়ী।
ব্যাংকের তরফে জানানো হয়েছে, আহমেদাবাদের  জোনাল কর্পোরেট শাখা থেকে এই ঋণ মঞ্জুর করা হয়েছিল। আহমেদাবাদের ধুঁকতে থাকা সিনটেক্স ইন্ডাস্ট্রি লিমিটেডকে এই অঙ্কের অর্থ ঋণ হিসেবে দেওয়া হয়েছিল। কিন্তু তা এখনও ফেরত পাওয়া যায়নি। বদলে গত ডিসেম্বরে সই ঋণ ফেরতের ধরণ বদলাতে চেয়ে আবেদন জানিয়েছিল সংস্থা। স্বাভাবিকভাবেই তা মঞ্জুর হয়নি।

বুধবার ব্যাংকের তরফে জারি করা রেগুলেটরিতে জানানো হয়েছে, তাঁরা এই অনাদায়ী ঋণের জন্য ২১৫.২১ কোটি টাকা প্রভিশন রেখেছিল। আরবিআই-এর নিয়ম মোতাবেক, কোনও সংস্থাকে ঋণদানের সময় প্রভিশন রাখা বাধ্যতামূলক। কোন ঋণের জন্য কত টাকা প্রভিশন রাখা হবে, তা সেই ব্যাংক সিদ্ধান্ত নেবে। তবে এ নিয়েও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দিষ্ট নিয়ম আছে।

কী এই প্রভিশন? ব্যাংক কোনও ঋণের পরিবর্তে নিজেদের আয়ের একটা অংশ গচ্ছিত রাখে। যতদিন না ঋণ শোধ হচ্ছে, সেই অর্থ তারা খরচ করতে পারে না। এমনকী, লাভ হিসেবেও দেখানো সম্ভব নয়। ফলে ঋণ অনাদায়ী থাকলে, ব্যাংকের এই অর্থ ব্যবহার হয়। যাতে মূলত ব্যাংকটিরই ক্ষতি হয়। মহামারী ও লকডাউনের জেরে এমনিতেই বড়সড় ক্ষতির মুখে পড়েছে দেশের আর্থিক ব্যবস্থা। এমন পরিস্থিতিতে অনাদায়ী ঋণের অর্থ ফেরানোর চেষ্টা করথে ব্যাংক কর্তৃপক্ষ। সেই সময় এই তথ্যটি সামনে এল।

নীরব মোদি ,মেহুল চেকসি , বিজয় মালিয়া সহ প্রায় অর্ধ শতাধিক ব্যাঙ্কের লোন নিয়ে প্রায় লক্ষ কোটি টাকা হাএয়া ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.