পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন ও পত্রিকা প্রাকাশ

Spread the love

পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন ও পত্রিকা প্রাকাশ

মহ: মুস্তফা শেখ :-

বিদ্যাসাগরের দ্বিশত তম জন্মদিন পালিত হল চরৈবেতি সংস্থার উদ্যোগে পুরুলিয়া এম এস এ ময়দান কক্ষের বারান্দা জুড়ে, সকাল দশটায় । কবি , সাহিত্যিক , শিল্পী সমাজ সেবি , কিছু কলেজ ছাত্র ‌ , ‌পৌর প্রশাসনের তরফে কাউন্সিলর , মন্ডল, ও অন্যান্যরা। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করেন জাতীয় শিক্ষক মুকুন্দ বিহারী বিশ্বাস , সংস্থার সম্পাদক সাধন কুমার সরকার , পর পর উপস্থিত সকলেই প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করেন । বর্তমান অবক্ষয়িত সমাজে বিদ্যাসাগরের ন্যায় বলিষ্ঠ চরিত্র সম্পন্ন মানুষের আবির্ভাব কামনা করেন । চরৈবেতি পত্রিকা প্রকাশ করেন সভাপতি মুকুন্দ বিহারী বিশ্বাস মহাশয় । বক্তব্য রাখেন সম্পাদক সাধন কুমার সরকার , কবি বিশ্ব জিৎ মাহাত , শিক্ষক সমাজ সেবক জগন্নাথ দত্ত , গৌর চন্দ্র সরকার প্রমুখ , বিদ্যাসাগর কে নিয়ে সরচিত গান করেন ব্রততী পরামানিক ও জয়ন্তী পরামানিক এ ছাড়া অনেকেই কবিতা পাঠ করেন , ছবি আঁকা প্রতিযোগিতা হয়। বিদ্যাসাগরের আজকের জন্ম দিন পালন একটা স্মরনীয় বিষয় । উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সম্পাদক সাধন কুমার সরকার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.