নদীয়ার শান্তিপুরে দ্বিধাদ্বন্দ্ব ভুলে, পথশ্রী প্রকল্পের উদ্বোধনে হাজির তৃণমূল নেতৃত্ব

Spread the love

নদীয়ার শান্তিপুরে দ্বিধাদ্বন্দ্ব ভুলে, পথশ্রী প্রকল্পের উদ্বোধনে হাজির তৃণমূল নেতৃত্ব

 

সমীর দাস :-     গোষ্ঠীদ্বন্দ্বের কথা যেমন উঠে আসে সংবাদমাধ্যমে, ঠিক সেই রকমই মতান্তর থাকা সত্ত্বেও নেতৃত্ব যখন এক জায়গায় মিলিত হয় ! সে তথ্যও প্রকাশিত হয় সংবাদমাধ্যমেই।
মুখ্যমন্ত্রীর নির্দেশে গত পয়লা অক্টোবর থেকে আগামী 15 তারিখ পর্যন্ত বিভিন্ন বিধানসভার অন্তর্গত ব্লক শহরের রাস্তা উদ্বোধনের নির্দেশ দিয়েছেন সেটারই পোশাকি নাম “পথশ্রী প্রকল্প” । অন্যান্য নানান বিষয়ে বিরোধীতা থাকলেও এ সরকার আসার পর থেকে গ্রাম-শহরের ঝাঁ-চকচকে রাস্তা হয়েছে, একথা বোধহয় স্বীকার করে নেন অতি বড় তৃণমূল বিরোধী দলের নেতারাও । কর্ম , ধর্ম, জীবিকা, জাতিগত বিভিন্ন গোষ্ঠী সরকারি বিভিন্ন প্রকল্পে উপকৃত হলেও সার্বিকভাবে সাধারণ মানুষের ক্ষেত্রে সামগ্রিক পরিষেবার মধ্যে রাস্তা অন্যতম। তাই রাজ্যের মত জেলার বিভিন্ন ব্লক শহরে আয়োজিত হয়েছে রাস্তার মেরামতি এবং সূচনা। আজ এরকমই এক অনুষ্ঠানে নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলে হিজুলিতে দেখতে পাওয়া গেলো নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য, জেলা পরিষদের প্রবীণ সদস্য নিমাই বিশ্বাস,স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার হোসেন মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক, প্রধান সুখিলা বিবি, অঞ্চল সভাপতি আরমান শেখ, সহ সমস্ত পঞ্চায়েত সদস্যরা। স্বভাবতই এ ধরনের দৃশ্য দেখে উৎসাহিত হয়ে সমস্ত কর্মীরা উপস্থিত হয়েছিলেন। সেখান থেকেই উত্তরপ্রদেশের হাথরসের নিন্দনীয় ঘটনা বিক্ষোভ পদযাত্রা কার্যত পরিণত হয়েছিল জনসভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.