গায়ক ও অভিনেতা শক্তি ঠাকুর প্রয়াত
পরিমল কর্মকার (কলকাতা) : হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার প্রয়াত হলেন গায়ক ও অভিনেতা শক্তি ঠাকুর। তাঁর মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ খবরটি জানিয়েছেন।
উল্লেখ্য, তিনি বহু বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি একধিক ছবিতে প্লেব্যাকও করেছেন। গায়ক হিসেবেও শক্তি ঠাকুর একটি পরিচিত নাম।
তিনি উত্তম কুমার, বিকাশ রায়, উৎপল দত্ত, দেবশ্রী রায়, শতাব্দী রায় প্রমুখ স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন। তাঁর ছোট মেয়ে মোনালি ঠাকুরও বাংলা ও হিন্দি সঙ্গীত জগতে একটি উজ্জ্বল ও পরিচিত নাম।