কেন্দ্রের নির্দেশে আনলক ৫ এ একশো জনের বেশী জমায়েত নিষিদ্ধ , বিজেপির নবান্ন অভিযান নিয়ে উঠছে প্রশ্ন,আমজনতা বলছে আইন শুুুুধু আমাদের জন্য
নিউজ ডেস্ক:- এখন চলছে আনলক 5 .একশো জনের বেশী জমায়েত নিষিদ্ধ অথচ হাজার হাজার লোক নিয়ে বিজেপির নবান্ন অভিযানের যৌক্তিকতা নিয়ে উঠছে প্রশ্ন । কেন্দ্রের নির্দেশে আনলক 5 চলছে এখন উঠছে প্রশ্ন বিজেপির নবান্ন অভিযান নিয়ে । আজ বৃহস্পতিবার রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন অভিযানের ডাক দিয়েছে BJP। কিন্তু গতকাল বিকালে BJP-কে নবান্ন অভিযানে অনুমতি দেয়নি লালবাজার ৷ নবান্ন ঘেরাওয়ের অনুমতি চেয়ে গতকাল BJP নেতৃত্ব লালবাজারে গেলে সেখান থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়৷ পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, আইন-শৃঙ্খলা ঠিক রাখতে নবান্ন অভিযানের কোনও অনুমতি দেওয়া হবে না ৷
গেরিলা কায়দায় নবান্ন অভিযান হবে বলে আগেভাগেই হুমকি দিয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ সেইমতো ৮’ই অক্টোবর নবান্ন অভিযান করার পরিকল্পনা করে BJP -র যুব মোর্চা ৷ জানা যায়, মোট 4টি মিছিল করা হবে। প্রথম মিছিলটি দিলীপ ঘোষের নেতৃত্বে BJP-র সদর কার্যালয় থেকে বের হবে। মিছিলে থাকবেন রাজ্যের BJP সাংসদরা। বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ও যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকার এবং রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু নতৃত্বে দ্বিতীয় মিছিল বের হবে হাওড়া ময়দান থেকে । তৃতীয় মিছিলটি শুরু হবে সাঁতরাগাছি থেকে । চতুর্থ মিছিল শুরু হবে BJP-র নতুন অফিস হেস্টিং থেকে৷ এই মিছিলের নেতৃত্বে থাকবেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং BJP-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। এছাড়া থাকবেন BJP নেতা শঙ্কুদেব পান্ডে। কিন্তু নির্ধারিত দিনের আগের দিনই পুলিশের তরফে মিছিলের অনুমতি দেওয়া হয়নি৷