বর্ধমানেে দিলীপের গাড়িতে ইটবৃষ্টি, গ্রেফতার বিজেপিরই চার কর্মী!
ওয়েব ডেস্ক :-দিলীপ ঘোষের গাড়ীর কমভয়ের উপর হামলা বিজেপি কর্মীদের ই এমনই চাঞ্চল্যকর অভিযোগ বর্ধমানে । শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠেছিল। সেই ঘটনা ও তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে চার বিজেপি কর্মীকেই গ্রেফতার করল পুলিশ। পুলিশের কাজে বাধা, হেনস্থার অভিযোগ দায়ের হয়েছে ধৃতদের বিরুদ্ধে। ধৃতদের নাম অভিজিৎ সরখেল, উত্তম মালাকার, প্রদীপকুমার ঘোষ ও গৌতম মণ্ডল। রবিবার ধৃতদের আদালতে তোলা হলে দু’জন পুলিশ হেফাজত ও দু’জনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
বিজেপির সূত্রে খবর, শনিবার জামালপুরে কৃষক মোর্চার কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নুড়ি মোড়ে কালো পতাকা দেখানো ঘিরে উত্তেজনা তৈরি হয়। দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। যদিও তৃণমূলের দাবি, গোষ্ঠীকোন্দলের কারণেই এই ঘটনা। এরসঙ্গে শাসক দলের কোনও যোগ নেই।
উল্লেখ্য, কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে কৃষকদের বোঝাতেই শনিবার জামালপুরে যাচ্ছিলেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বিজেপির সব নেতানেত্রীই এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলছেন। সেই যাত্রাপথেই দিলীপ ঘোষের কনভয়ে ইটবৃষ্টির অভিযোগ ওঠে। বাংলায় বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকাও দেখানো হয়।
পুলিশ সূত্রে অবশ্য জানা গিয়েছে, এলাকায় পরিকল্পিত ভাবে অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল। আর তাতে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন গ্রেফতার হওয়া ওই চারজন। এমনকী পুলিশকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে। যদিও এই গ্রেফতারির পরিপ্রেক্ষিতে জেলা বিজেপির দাবি, তৃণমূলের নির্দেশে মিথ্যা অভিযোগে বিজেপি কর্মীদের ফাঁসাতে এই গ্রেফতার। তাঁদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কোনও ব্যবস্থাই পুলিশ নেয়নি বলে অভিযোগ বিজেপির।
অপরদিকে, বিজেপির নবান্ন অভিযানের দিন বর্ধমানে টোল প্লাজা কর্মী ও সাংবাদিক নিগ্রহের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রাজেশ মণ্ডল। তাঁর বাড়ি ভাতারের বলগোনায়। সেদিন পালসিটের ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ গ্রেফতার করেছে রাজেশকে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজেশ পালসিটে মারধরের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারও করে নিয়েছে। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে।
কেন্দ্রের কৃষি বিল নিয়ে প্রচারে যাওয়ার পথে শনিবার পূর্ব বর্ধমানে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জামালপুরে যাওয়ার পথে তাঁর কনভয়ে ইট ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। যার জেরে রাজ্যের শাসকদলের কর্মীদের সঙ্গে বিজেপি সমর্থকদের খণ্ডযুদ্ধ বেধে যায়। ওই ঘটনায় এবার চার বিজেপি কর্মীকেই গ্রেফতার করল পুলিশ।
সৌজন্য:- ei samay