নিউজ ডেস্ক:- হঠাৎই. অসুস্থ হয়ে পড়লেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । যার জেরে সোমবারের একাধিক কর্মসূচি বাতিল করেছেন তিনি। তবে তাঁর ঠিক কী হয়েছে, তা এখনও জানা যায়নি।
আজ ভারচুয়াল সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কিন্তু তাতে শামিল হননি দিলীপ ঘোষ। এতেই সকলের মনে প্রশ্ন জাগে। পরবর্তীতে জানা গিয়েছে, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি সাংসদ। শারীরিক পরীক্ষা করার জন্য চিকিৎসক তাঁর বাড়িতেও গিয়েছিলেন। আপাতত বাড়িতেই রয়েছেন দিলীপ ঘোষ। দলীয় সূত্রে খবর, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকবেন তিনি। সেই কারণে দিলীপবাবুর আজকের যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে।
আপাতত সব ধরণের কমসূচী বাতিল দিলীপ ঘোষের সেই রকমটাই খবর ।