নিউজ ডেস্ক: – জমজমাট রবিবার অবশেষে জিতল কেকেআর। মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স । আর হাড্ডাহাড্ডি ম্যাচও গড়াল সুপার ওভারে। তবে প্রথম সুযোগ পাওয়া লকি ফার্গুসনই এদিন কেকেআরকে মূল্যবান জয় এনে দিলেন। ম্যাচে তিনটি উইকেট নেওয়ার পাশাপাশি সুপার ওভারে তিন বলে দু’রান দিয়ে দু’উইকেট নিলেন।
এদিন প্রথমে ব্যাট করে নেমে নাইটদের ইনিংস শেষ হল মাত্র ১৬৩ রানে। যদিও শুরুটা অন্যদিনের তুলনায় ভাল করেছিল নাইটরা। গিল, রানা, ত্রিপাঠি সবাই শুরুটা ভাল করেছিলেন। কিন্তু সেভাবে বড় রান কেউই করতে পারলেন না। গিল ৩৬, রানা ২৯ এবং ত্রিপাঠি ২৩ রান করলেন। এদিন আরও একবার ব্যর্থ হলেন রাসেল। ১১ বলে করলেন মাত্র ৯ রান। শেষবেলায় কার্তিক এবং মর্গ্যান জুটি নাইটদের স্কোর সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। কার্তিক করলেন ১৪ বলে ২৯ রান। মর্গ্যান করলেন ২৩ বলে ৩৪।
যদিও ম্যাচে দুর্দান্ত বোলিং করেন নাইট বোলাররা। ১৬৪ রান তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারে শুরুটা ভালই করেছিলেন বেয়ারস্টো এবং উইলিয়ামসন। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই খেলায় ফেরে কেকেআর। সপ্তম ওভারের প্রথম বলেই আউট হন উইলিয়ামসন। এরপর দ্রুত প্রিয়ম গর্গ (৪), বেয়ারস্টো (৩৬), মনীশ পাণ্ডে (৬) এবং বিজয় শংকরের (৭) উইকেট হারায় হায়দরাবাদ। কার্যত প্রথম ম্যাচ খেলা লকি ফার্গুসনের একটি স্পেলেই ম্যাচে ফেরে নাইটরা। তবে পালটা রুখে দাঁড়ান হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার। আবদুল সামাদকে নিয়ে দ্রুত গতিতে রান তাড়া করতে থাকেন। সামাদকে দুরন্ত ক্যাচে গিল ফেরালেও ওয়ার্নার একাই যেন যথেষ্ট ছিলেন। এর মধ্যেই আবার শেষ ওভারে মর্গ্যান বল তুলে দেন চোটগ্রস্ত রাসেলের হাতে। যা নিয়ে অনেকেই ভ্রু কোঁচকান। ম্যাচ সুপার ওভারে যাওয়ার জন্য রাসেলের শেষ বলটি যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনই ভুললে চলবে না ওই ওভারে পরপর তিনটি চারও মারেন ওয়ার্নার। শেষ বলে দরকার ছিল ১ বলে ২ রানের। তবে একরানই করতে পারে হায়দরাবাদ। ফলে দু’দলের রানই সমান হয়ে যায়। আর ম্যাচ গড়ায় সুপার ওভারে।
কিন্তু শেষপর্যন্ত অবশ্য সুপার ওভারে (Super Over) ‘হিরো’ বনে যান সেই লকি ফার্গুসন। প্রথম বলেই ফেরান বিপজ্জনক ওয়ার্নারকে। এরপর দ্বিতীয় বলে দেন দু’রান। আর তৃতীয় বলে ফের উইকেট নেন। বোল্ড করেন আবদুল সামাদকে। আর ব্যাট করতে নেমে সহজেই তিন রান তুলে ফেলেন নাইটরা।
বাঙালী এই রবিবার যেন টিভির সামনে গোটা বাংলার রাস্তাঘাট ফাঁকা।