এবার অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে একুশে বিধানসভা ভোটে লড়তে চাইছে বাম কংগ্রেস জোট

Spread the love

 

 

বঙ্গ রাজনীতিতে প্রতিদিনই শুরু হচ্ছে নতুন খেলা । এবার অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করে একুশে বিধানসভা ভোটে লড়তে চাইছে বাম কংগ্রেস জোট !  অধীরকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেই এগোতে চাইছে বাম–কংগ্রেস জোট!‌

ওয়েবডেস্ক:‌-  বঙ্গ রাজনীতিতে প্রতিদিনই শুরু হচ্ছে নতুন খেলা । এবার অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট করে একুশে বিধানসভা ভোটে লড়তে চাইছে বাম কংগ্রেস জোট  আসন্ন বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বামেদের হাতই ধরে রাখছে কংগ্রেস। ‘‌দ্বিধাহীন জোট’‌ গড়ে ভোটের ময়দানে নামতে চাইছে তারা। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার ক্ষেত্রের দুই দল একটি নামেই নাকি সম্মত। তিনি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি।
পুজো মিটলেই বামেদের সঙ্গে জোরকদমে শুরু হবে জোট নিয়ে আলোচনা। অধীরকে ‘ভাবী মুখ্যমন্ত্রী’ হিসেবে ঘোষণার প্রস্তাব তখনই আনুষ্ঠানিক ভাবে বামেদের দেওয়া হবে বলে সূত্রের খবর।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও বাম এবং কংগ্রেস জোট গড়ে লড়েছিল। তখন বিজেপি ছিল রাজ্যে তৃতীয় শক্তি। যদিও এই জোট সেভাবে শাসকদলের সামনে টিকতেই পারেনি। তার পর বাম এবং কংগ্রেসের ভোটব্যাঙ্কেও ধস নেমেছে। আর উত্থান হয়েছে বিজেপি–র।
এই বিধানসভা নির্বাচনে লড়াই মূলত যে তৃণমূল আর বিজেপি–র মধ্যেই হবে, সে বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ। কংগ্রেস, বামের অন্দরেও সেই গুঞ্জনই চলছে। তবু হাত–পা গুটিয়ে বসে থাকতে চায় না তারা। কংগ্রেসের এক নেতার কথায়, ‘‌আগেই হেরে বসে থাকলে চলবে না। বামেদের সহযোগিতা মিললে লড়াই ত্রিমুখী হতে বাধ্য।’‌
কংগ্রেস সূত্রের খবর, গত বারের মতো অসম্পূর্ণ জোট এবার আর করতে আগ্রহী নয় কংগ্রেস। এবার একেবারে কোমড় বেঁধেই নামতে চায়। গত নির্বাচনে বামেদের সঙ্গে শুধু ‘‌আসন সমঝোতা’‌ হয়েছিল। এবার প্রকৃত অর্থে জোট গড়তে চায় কংগ্রেস অধীরকে সামনে রেখে। শুধু সিপিএম নয়, বামের অন্যান্য শরিকদলগুলোকেও সক্রিয় হিসেবে পাশে চাইছে কংগ্রেস। যাতে কোনওভাবেই ভোট ভাগাভাগি না হয়। আর কংগ্রেস নেতাদের মতে, অধীরই একমাত্র এই জোটের হাল ধরতে পারেন। এক জায়গায় আনতে পারেন শরিকদের  !

সুত্র :- আজকাল পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.