ভাতের দাবি আজিজুল ইসলাম

Spread the love

ভাতের দাবি
আজিজুল ইসলাম

আমরা ভিক্ষা চাইতে আসিনি
ভাতের দাবি নিয়ে এসেছি
চাকুরির অধিকার আদায়ে এসেছি ৷
ব্লাডপ্রেসার বাড়ছে বাড়ুক
শ্বাসকষ্ট হচ্ছে হোক আরও
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি বার বার
তবুও ছাড়ব না অধিকার ৷
ভ্রুণ নষ্ট হয়েছে দুঃখ পেয়েছি অনেক
তার থেকেও কষ্টকর ক্ষুধার কামড় ৷
পারিনি বাবা মার ঔষধ কিনতে
দিতে পারিনি দিদির বিয়ে
ভাইয়ের পরীক্ষার ফিস পারিনি দিতে
ভিটে ছাড়া করেছে ওরা রিণের দায়ে ৷
তার থেকেও অপমাণের
সভ্য নাগরিক হয়ে বাঁচতে না পারা ৷
চব্বিশদিন ঝড় ঝঞ্ঝায় ফেটেছে মাথা
সইতে হয়েছে অনেক বিদ্রুপ
বুকের রক্ত হয়েছে জল,
ফুটপাতে কাটছে বিনিদ্র রাত ৷
যোগ্যতা নেই যার সে তো অযোগ্য বলবেই !
দুর্বৃত্তরা ভাঙতে পারবে না অনশন ৷
বিন্দুমাত্র ভীত নই আমরা ৷
সাথে আছে কৃষক মজুর শ্রমিক
আর আছে জনতার আশীর্বাদ ৷
কবির কবিতা আছে,কণ্ঠে আছে গান
স্বপ্ন দেখায়—মানুষ গড়ার কারিগর ৷

অতএব বুকের রক্ত ঢেলে রাঙাব রাজপথ
বুঝে নেব অধিকার ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.