সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে প্রাইভেট গাড়ি নিয়ে সারাবছর ধরে রমরমা গাড়ির ব্যবসা, জনৈক মালিকের দাবি “পুলিশকে টাকা দেওয়া হয়”
পরিমল কর্মকার (কলকাতা) : একশ্রেণীর সাদা নম্বর প্লেট সম্বলিত প্রাইভেট গাড়ির মালিকরা সারাবছর ধরে প্যাসেঞ্জার নিয়ে ভাড়ায তাদের় গাড়ি খাটায়। এদের ভাড়াও অত্যন্ত বেশি। অথচ এরা সরকারকে কমার্শিয়াল ট্যাক্স ফাঁকি দিয়ে পাসেঞ্জার নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর প্রকাশ্য দিবালোকে রাস্তায় গাড়ি ভাড়া খাটাচ্ছেন। সাংবাদিকের এক প্রশ্নে, জনৈক গাড়ির মালিক দাবি করে বসলেন “তারা নাকি থানায় টাকা দিয়ে গাড়ি চালান।”
তবে থানায় পুলিশকে টাকা দেওয়ার কোনও তথ্য-প্রমাণ তিনি দিতে পারলেন না। কেন থানায় টাকা দেন ? এ প্রশ্নের কোনও সদুত্তর তার কাছ থেকে পাওয়া গেল না। এলাকার বহু মানুষের অভিযোগ, একশ্রেণীর প্রাইভেট গাড়ির মালিক কমার্শিয়াল ট্যাক্স ফাঁকি দিয়ে দু-নম্বরী কারবার ফেঁদে বসেছেন। অথচ কোনও প্রশ্নের সম্মুখীন হলেই “পুলিশকে ঘুষ দিই….” বলেই পার পেয়ে যান।
অনেকেই বলছেন… এমনকি কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকও বলেছেন, “এতে পুলিশের বদনাম হচ্ছে…” তাই অধিকাংশ মানুষের বক্তব্য, এই ধরনের গাড়িগুলোকে “চেক” করা হোক এবং অবিলম্বে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হোক, প্রয়োজনে গাড়ির লাইসেন্স বাতিল করা হোক। অন্যথায় “যত দোষ, নন্দ ঘোষ…” এ বোঝা পুলিশকেই বইতে হবে বলে দাবি তাদের।