নিউজ ডেস্ক :- বঙ্গ বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলেছে । শেষমেষ একুশের আগেই কি একেবারে ভেঙ্গে পড়বে বিজেপির সাংগাঠনিক ক্ষমতা । আর তো কয়েকটা মাস এরপর তো বিধানসভা ভোট তার আগেই কি বিজেপি রণে ভঙ্গ দিবে প্রশ্ন রাজনৈতিক মহলে । সাত বছর রাজ্যের সাধারন সম্পাদক পদে থাকা দিলীপের ঘনিষ্ট রাজ্য সাধারন সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়কে বুধবার পদ থেকে সরাল কেন্দ্র নেতৃত্ব। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল অমিতাভ চক্রবর্তী কে।
দলের সাধারন সম্পাদক পদের রদবদলে ঘিরে ফের একবার উত্তপ্ত রাজ্য বিজেপির অন্দরমহল। দলের অন্দর মহলের খবর এই রদ বদলে জোর চটেছে দিলীপ ঘোষ। রকজনৈতিক মহলের অনুমান বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপকে কার্যত একপ্রকার দিলীপ ঘোষের ডানা ছাঁটার পক্রিয়া।
সূত্রের খবর এই সিদ্ধান্তে দিলীপবকবু পদত্যাগও করতে পারেন। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে কিন্তু সবসময় তাঁর পাশে দারিয়েছেন।
চলতি মাসে দিল্লিতে দলের বৈঠকেও সুব্রতবাবুকে সরানোর ইচ্ছা প্রকাশ করেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তেমনটা করলে তিনি ইস্তফা দেবেন বলে হুঁশিয়ারি দেন দিলীপবাবু। সেই হুঁশিয়ারি অগ্রাহ্য করে শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হল সুব্রতবাবুকে।