স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল ,পাল্টা পার্থ চ্যাটার্জী বললেন উনি কি রাজনীতি করছেন না

Spread the love

 

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল ,পাল্টা পার্থ চ্যাটার্জী বললেন উনি কি রাজনীতি করছেন না,সৌগত রায় বললেন উনাকে বেতন তো কেন্দ্র দেয় তাই কাজ তো একটু দেখাতেই হবে

 

নিউজ ডেস্ক :-  বাংলার আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল । এরপর দিল্লিতেই সাংবাদিক বৈঠক করে তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ে বলেন, ‘বাংলার পরিস্থিতি ভয়ংকর। সর্বভারতীয় মিডিয়ায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে জানা প্রয়োজন। আমলারা সব রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছেন। এই পরিস্থিতিতে বাংলার সুষ্ঠুভাবে ভোট হওয়া নিয়ে আমি সন্দিহান। রাজ্যে আল-কায়দার জঙ্গিরা ধরা পড়ছে, অবাধে বোমা তৈরির কারখানার রমরমা কারবার চলছে।’
এরপরই আসরে নামে রাজ্যের শাসক দলও। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পালটা কটাক্ষের সুরে বলেন, ‘রাজ্যপাল যদি প্রতিদিন এভাবে কথা বলেন তাহলে তাঁর রাজনৈতিক নেতা হতে বাধা কোথায়? উনি পুলিশকে বলছেন পুলিশ রাজনীতি করে, উনি নিজে কি রাজনীতির বাইরে আছেন? রাজ্যপাল বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার আগে একটু উত্তরপ্রদেশ এর দিকে তাকান।’
অবশ্য বিহার ভোটের মধ্যেই বাংলা নিয়ে প্রস্তুতি আরও জোরদার করেছে বিজেপি। আগামী মাসেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফের আসছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। ডিসেম্বরে প্রধানমন্ত্রীকে দিয়ে জনসভা করিয়ে জমকালো প্রচারেরও সূচনা করতে চায় তারা।

বাংলা নিয়ে বিজেপির এই তৎপরতার পাশাপাশি দার্জিলিং নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে এক মাসের জন্য দার্জিলিংয়ে ঘাঁটি গাড়ছেন ধনখড়। পাহাড় সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে দাজিলিং রওনা হওয়ার আগে তাঁর অমিত শাহর সঙ্গে বৈঠক করা নিয়ে। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। মনে করা হচ্ছে, দার্জিলিং নিয়ে কেন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে অমিত-ধনখড় বৈঠকে। পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। প্রায় প্রতিদিনই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন ধনখড়।

গত সপ্তাহে বিমল গুরুংরা এনডিএ থেকে সমর্থন প্রত্যাহার এবং তৃণমূলের প্রতি আস্থা জ্ঞাপনের পর থেকেই দার্জিলিং নিয়ে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার। পুজোর ছুটির মধ্যেই দার্জিলিং সফরে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ধনখড়ের পাহাড় সফরের আগে অমিতের সঙ্গে বৈঠক একই কারণে তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে স্পষ্ট, দার্জিলিংয়ের প্রতি এখন তীক্ষ্ণ নজর নয়াদিল্লির।
রাজভবন সূত্রে অবশ্য বলা হয়েছে, অতীতেও রাজ্যপালেরা পুজোর পর দার্জিলিং গিয়েছেন। কিন্তু টানা এক মাস পাহাড়ে কাটানোর নজির বড় একটা নেই। গুরুংরা তাঁদের নতুন সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকেই পাহাড়ে ফের উত্তাপ বাড়তে শুরু করেছে। লক্ষ্মীপুজোর পর বিমলদের পাহাড়ে ফেরার সম্ভাবনা রয়েছে। তার আগে ধনখড় সেখানে পৌঁছে যাচ্ছেন। বিমলদের প্রত্যাবর্তন ঘিরে পাহাড় অশান্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। সেই সময় রাজ্যপালের দার্জিলিংয়ে থাকাটা বাড়তি মাত্রা পেতে পারে। তৃণমূল সরকারি ভাবে এই সফর নিয়ে প্রতিক্রিয়া দেয়নি। তবে দলীয় সাংসদ সৌগত রায় বলেন, ‘রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। অনেক টাকা বেতন পান। কিছু কাজ তো দেখাতেই হবে।’

সৌজন্য :-এই সময় পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.