এলাকার জনপ্রিয় ও বিশিষ্ঠ চিকিৎসকের মৃত্যুতে শোকসভা বেহালায়
পরিমল কর্মকার (কলকাতা) : বেহালার জনপ্রিয় ও বিশিষ্ঠ চিকিৎসক ডাঃ শৈবাল দাশগুপ্তের অকস্মাৎ মৃত্যুতে শোকস্তব্ধ বেহালার ১২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁরই স্মরণে দক্ষিণ কলকাতা বিজেপি ক্লাব সেলের পক্ষ থেকে তরুণ দাসের নেতৃত্বে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একটি শোকসভার আয়োজন করা হয়। বেহালার সত্যেন রায় রোডে তাঁর চেম্বারের সামনেই এই শোকসভায় তাঁর নামাঙ্কিত পোস্টারে মাল্যদান করে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এলাকার বহু মানুষ।
উল্লেখ্য, গত শনিবার (২৪ অক্টোবর) রাতে হঠাৎই অসুস্থতা বোধ করেন ডাঃ শৈবাল দাশগুপ্ত সামান্য জ্বর ও শ্বাসকষ্ট জনিত কারনে তাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর ক্রমশঃ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। জানা গিয়েছে, তিনি করোনা’য় আক্রান্ত হয়েছিলেন।
এদিন বিজেপি নেতা তরুণ দাস বলেন, “নিরহঙ্কারী ও খুব হাসিখুশি মানুষ ছিলেন ডাক্তারবাবু। করোনা অবহেও করোনা রোগীদের চিকিৎসায় পিছপা হননি কখনও। খবর পেলেই অসুস্থ মানুষের পরিষেবার জন্য রাত-বেরাতে ছুটে যেতেন রোগীদের বাড়িতে। দু’বেলা রোগী দেখতে তিনি তাঁর চেম্বারে নিয়মিত বসতেন। এলাকায় তিনি খুবই পরিচিত ও জনপ্রিয় চিকিৎসক ছিলেন। কেউ অসুস্থ হলেই ডাক্তারবাবুকে হাতের কাছে পাওয়া যেত। তাঁর মৃত্যুতে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে স্থানীয় মানুষের অপূরণীয় ক্ষতি হলো।”
এদিনের এই শোক সভায় উপস্থিত ছিলেন তরুণ দাস সহ বিজেপি নেতা ভক্তি মণ্ডল ও স্থানীয় বিজেপি’র নেতা-নেত্রী ও এলাকার বহু মানুষ।