বিহারে এগজিট পোলে পরিবর্তনের ইঙ্গিত ,সমীক্ষায় প্রকাশ কুর্শি হারাতে চলেছেন নীতিশ কুমার

Spread the love

নিউজ ডেস্ক :-   বিহারে তৃতীয় দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই এগজিট পোলে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেল। বিভিন্ন সংস্থার করা বুথফেরত সমীক্ষায় জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডি(ইউ) জোটের বদলে ক্ষমতা আসতে চলেছে কংগ্রেস ও আরজেডির মহাজোট। তবে আগামী ১০ নভেম্বর ফলাফল প্রকাশের পরেই এই বিষয়টি প্রমাণ হবে।

শনিবার নির্বাচন শেষ হওয়ার পর জানা গিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলেও তার ভয়কে উপেক্ষা করে ৭ কোটি মানুষ তিন দফার এই নির্বাচনে ভোট দিয়েছেন। নীতীশ কুমারের জেডি (ইউ) ও বিজেপির এনডিএ জোট এবং কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের মহাগঠবন্ধনের প্রার্থীদের মধ্যে ২৪৩ জনকে বেছে নিয়েছেন। তার মধ্যে টাইমস নাউ-সি ভোটারের সমীক্ষায় প্রকাশিত হয়েছে এনডিএ জোট পেতে পারে ৯১-১১৭টি আসন আর মহাগঠবন্ধন পেতে পারে ১১৮-১৩৮ আসন।

অন্যদিকে রিপাবলিক-জন কী বাতের সমীক্ষা থেকে জানা গিয়েছে, বিহারে একক রাজনৈতিক দল হিসেবে সবথেকে বেশি আসন জিততে চলেছে রাষ্ট্রীয় জনতা দল। আর ২৪৩টি আসনের মধ্যে মহাগঠবন্ধন ১১৮-১৩৮টি, এনডিএ ৯১-১১৭টি, এলজেপি ৫-৮ এবং অন্যেরা ৩-৬টি কেন্দ্রে জিততে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.