ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেন

Spread the love

ডোনাল্ট ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন

 

নিউজ  ডেস্ক :-  ডোনাল্ট ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। জয় আসবেই ধরে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁতে দাঁত কামড়ে পড়েছিলেন তিনি। একের পর এক রাজ্যে ধাক্কা খেলেও, ভোট পুনর্গণনার দাবিতে অনড় ছিলেন। কিন্তু পেনসিলভেনিয়ার দৌলতে শেষ মুহূর্তে তাঁর মুখের গ্রাস ছিনিয়ে নিলেন জো বাইডেন। তাই দ্বিতীয় বার আর হোয়াইট হাউসের দখল নেওয়া হল না ট্রাম্পের। ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে তাঁর জায়গায় বাইডেনকেই বেছে নিলেন আমেরিকার সাধারণ মানুষ। যদিও এখনও সরকারি ভাবে ঘোষণা হয় নি । তবুও নিশ্চিত আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন ।

‘আমেরিকা, দেশ চালানোর জন্য আমাকে বেছে নেওয়ায় আমি ধন্য। কাজটা সহজ হবে না। কিন্তু প্রতিজ্ঞা করছি, আমি সকলের প্রেসিডেন্ট হব। যাঁরা আমাকে ভোট করেছেন এবং করেননি, সকলের। আমার উপর যে বিশ্বাসটা দেখিয়েছেন, তা রাখবই।’ পরবর্তী প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হতেই টুইটারে আমেরিকাবাসীকে এভাবেই ধন্যবাদ জানালেন জো বিডেন। সঙ্গে পোস্ট করেন একটি ভিডিও।

America, I’m honored that you have chosen me to lead our great country.

The work ahead of us will be hard, but I promise you this: I will be a President for all Americans — whether you voted for me or not.

I will keep the faith that you have placed in me. https://t.co/moA9qhmjn8

 

 

২৫৩ ইলেক্টরাল ভোট নিয়ে শনিবারও শুরু থেকেই এগিয়ে ছিলেন জো বাইডেন। ট্রাম্পের স্বপক্ষে ভোট ছিল ২১৪। জর্জিয়ায় ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়ার পর আশায় বুক বাঁধতে শুরু করে ট্রাম্প শিবির। ডেমোক্র্যাটদের গড় হিসেবে পরিচিত পেনসিলভেনিয়ার দিকেই তাকিয়ে ছিলেন বাইডেন ও তাঁর সমর্থকরা। তাঁরা জানতেন, সেখানে ২০টি ইলেক্টরাল ভোট জিতে নিতে ট্রাম্পের আর কিছু করার থাকবে না। শেষ মেষ তাই হল। পেনসিলভেনিয়াই বাইডেনকে জয় এনে দিল। তবে পেনসিলভেনিয়ার পাশাপাশি এ দিন নেভাদায় ৬টি ইলেক্টরাল ভোটও জিতে নেন বাইডেন। দিনের শেষে তাঁর প্রাপ্ত ইলেক্টরাল ভোট দাঁড়ায় ২৯০।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.