নিজস্ব সংবাদদাতা :- দীর্ঘ আট মাস মহামারি করোনা কারণে বন্ধ থাকার পর আবার চালু হল পূর্বাভাষ ভ্রাম্যমান সাহিত্য আড্ডা । পূর্বাভাষ সাহিত্য পত্রিকার কর্ণধার আবুল কালাম সাহেবের “পুর্বাভাষ ভ্রাম্যমান সাহিত্য আড্ডা ” দীর্ঘ ৩০ বছর যাবৎ গ্রাম বাংলার প্রতিটি প্রান্তরে প্রতি মাসে আবুল কালাম সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় হয়ে চলেছে এই ভ্রাম্যমান সাহিত্য আড্ডা । এই মাসের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হল মুশিদাবাদ জেলার খড়গ্রামের এক বেসরকারী প্রাথমিক স্কুলে । নদী গবেষক সুর্যেন্দু দে মহাশয়ের সভাপতিত্বে এই আড্ডা শুরু হয় ।
প্রারম্ভিক ভাষণ দেন আবুল কালাম এবং তিনি “গ্রামীণ শিল্প সাহিত্য সংস্কৃতি এবং আঞ্চলিক শব্দ সংগ্রহের “বিষয়ে সকলকে আলোচনা বক্তব্য রাখতে বলেন । উপস্থিত এম মণিরুল হক , বাদল সুত্রধর, সানারুল মোমিন .মতিউর রহমান ,সুব্রত পাল ,শিশির কুমার রায় ,রুদ্রদেব চক্রবর্তী তপন কুমার পরমানন্দ এবং কবি সাংবাদিক আনিসুর রহমান
, এই বিষয়ে প্রাসঙ্গিক আলোচনা করেন এবং গুরত্ব নিয়ে কথা বলেন ।
এর পর কবি সাংবাদিক আনিসুর রহমান,আবুল কালাম .এম মণিরুল হক , বাদল সুত্রধর, .মতিউর রহমান ,সুব্রত পাল ,শিশির কুমার রায় ,রুদ্রদেব চক্রবর্তী তপন কুমার পরমানন্দ সহ উপস্থিত সকলেই স্ব রচিত কবিতা পাঠ করেন । পরিশেষে আড্ডাধিপতি সুর্যেন্দু দে মহাশয় প্রাসঙ্গিক বক্তব্য দিয়ে এই ভ্রাম্যমান সাহিত্য আড্ডার আজকের মত সমাপ্তি ঘোষণা করেন ।