নিউজ ডেস্ক:- ডোনাল্ড ট্রাম্প হারার গোটা বিশ্বে আলোচিত হচ্ছে । বিহারে বিধানসভা নির্বাচনের ফল কোন দিকে যায়, সেই দিকেই তাকিয়ে গোটা দেশ। আগামীকাল বিহারের ভোটের ফল প্রকাশ। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ টেনে বিজেপি এবং নীতীশ কুমারের জোটকে একযোগে নিশানা করল শিবসেনা। আমেরিকার মানুষ ভুল শুধরে নিয়েছেন। এবার ভারতের পালা। মন্তব্য শিবসেনার।
শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’-তে লেখা হয়েছে, ‘রাষ্ট্রের মাথায় বসার কোনো যোগ্যতাই ছিল না ট্রাম্পের। আমেরিকার মানুষ ভুল বুঝতে পেরেছিল। তাই চার বছরেই সেটা শুধরে নিয়েছে। নিজের দেওয়া একটা প্রতিশ্রুতিও পূরণ করতে পারেননি উনি। ট্রাম্পের পরাজয় থেকে আমরা কিছু শিখতে পারলে ভাল’। সরাসরি মোদিকে সামনে রেখে এই মন্তব্য বলে মত ওয়াকিবহাল মহলের ।
‘সামনা’য় প্রকাশিত ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ‘আমেরিকায় ক্ষমতার ইতিমধ্যেই পরিবর্তন হয়েছে। বিহারেও ক্ষমতার দাপট এবার তলানিতে এসে ঠেকেছে। বিহার বিধানসভা নির্বাচনে নীতীশ কুমার নেতৃত্বাধীন এনডিএ স্পষ্টতই হারছে। এবার দেশের পালা। সাধারণ মানুষই সেটা করতে পারবেন।’