হিলসা কেন্দ্রে মাত্র ১২ ভোটে জয়ী হয়েছেন নীতীশের দলের প্রার্থী
ওয়েব ডেস্ক :- এক্সিট পোলের সব হিসেব এলোমেলো করে দিয়ে বিহারে প্রত্যাবর্তন ঘটিয়েছে এনডিএ। কিন্তু গতকাল থেকেই ইভিএম কারচুপির অভিযোগ তুলতে দেখা গিয়েছে বিরোধীদের। প্রশাসনের বিরুদ্ধে গণনাতে প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে। মঙ্গলবার সন্ধেতেই আরজেডি দাবি করে, মহাজোটের ১১৯ জন প্রার্থী জয়ী হয়েছেন। তাঁদের নাম নাকি কমিশনের ওয়েবসাইটেও রয়েছে! কিন্তু অনেককেই জয়ীর শংসাপত্র দেওয়া হচ্ছে না। এই অভিযোগকে সমর্থন জানায় কংগ্রেসও।
এরই মধ্যে সবচেয়ে সাংঘাতিক অভিযোগ উঠেছে হিলসা কেন্দ্রকে ঘিরে। আরজেডির দাবি, ওই কেন্দ্রে তাদের প্রার্থী শক্তি সিং জিতে যাওয়া সত্ত্বেও নীতীশ কুমারের নির্দেশে রিটার্নিং অফিসার দুর্নীতি করে জেডিইউকেই জয়ী ঘোষণা করেছেন। ঠিক কী বলছে আরজেডি? তেজস্বী যাদবের দল টুইট করে অভিযোগ জানিয়েছে, ওই কেন্দ্রে আসলে জয়ী হয়েছেন তাদের প্রার্থীই। রিটার্নিং অফিসার প্রাথমিকভাবে জানিয়েও দিয়েছিলেন ৫৪৭ ভোটে জয়লাভ করেছেন তিনি। কিন্তু আচমকাই তাঁর কাছে ফোন আসে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। তারপরই রাতারাতি ভোল বদলে যায় ওই অফিসারের। বিজয়ী ঘোষণা করা হয় জেডিইউ প্রার্থীকে। বলা হয়, পোস্টাল ব্যালট বাতিল হওয়ার কারণেই ফলাফলে এই আমূল বদল।