নিউজ ডেস্ক:- করোনা পরিস্থিতির কারণে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের দিতে হবে না টেস্ট, নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। কিন্তু কবে হবে ফাইনাল পরীক্ষা? সেবিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
করোনা. আবহে বাতিল হয়েছিল উচ্চ মাধ্যমিকের বেশ কয়েকটি পরীক্ষা। এবার বন্ধ হচ্ছে স্কুলের টেস্ট পরীক্ষাও। এখনও করোনা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। সুস্থতার হার বাড়লেও আক্রান্তের সংখ্যা এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়নি। এই পরিস্থিতিতে স্কুল খোলা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। ফলে স্কুল-কলেজ এখনও বন্ধ। পড়াশোনা যা হচ্ছে তা অনলাইনে।
কিন্তু কিভাবে টেস্ট পরীক্ষা হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এবার বর্তমান অতিমারির আবহে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না বলে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। টেস্ট পরীক্ষা না দিয়েই সকল ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। ফলে টেস্ট পরীক্ষার জন্য আর আলাদা করে দুশ্চিন্তার কারণ নেই ছাত্রছাত্রীদের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন,” এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সব পরীক্ষার্থীদেরই পরীক্ষায় বসতে দেওয়া হবে। তাদের টেস্ট পরীক্ষা
করোনা পরিস্থিতিতে ২০২১ সালে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে, কীভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা। কারণ, প্রতিবছর নভেম্বরেই হয় মাধ্যমিকের টেস্ট। আর ডিসেম্বরে টেস্ট পরীক্ষা হয় উচ্চমাধ্যমিকের। কিন্তু করোনার কারণে চলতি বছরের মার্চ থেকে বন্ধ স্কুল। অনলাইন ক্লাস চললেও টেস্ট এখনও হয়নি। স্বাভাবিকভাবেই পড়ুয়াদের মনে প্রশ্ন ছিল কবে হবে টেস্ট। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট দিতে হবে না। সরাসরি ফাইনাল পরীক্ষায় বসতে পারবে তারা। কিন্তু প্রতিবারের মতো ফেব্রুয়ারির শেষভাগে মাধ্যমিক আর মার্চেই কি হবে উচ্চমাধ্যমিক? এপ্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, “পরীক্ষা হবে। কিন্তু তা নির্দিষ্ট সময়েই সময় কি না, তা জানা নেই। কারণ এখনও স্কুল বন্ধ।” তবে কী সিদ্ধান্ত হচ্ছে তা শিক্ষাদপ্তর মারফত জানানো হবে বলে জানান তিনি।