নিউজ ডেস্ক :- হিন্দু মহাসভার তীব্র হিন্দু মহাসভার তীব্র আক্রমন বিজেপিকে .বললেন ব্রিটিশ-মুঘলদের থেকেও ভয়ংকর বিজেপি’।
গোটা দেশে যেভাবে বিভাজনের রাজনীতি শুরু করেছে বিজেপি এরও তীব্র সমালোচনা করে হিন্দু মহাসভা । ব্রিটিশদের থেকেও ভয়াবহ। দুর্নীতিমুক্ত হিন্দু রাষ্ট্র গড়ার ডাক দিয়েছিল বিজেপি। আর এখন কাস্ট নিয়ে বিভাজন করছে। আর এর মাধ্যমেই দুর্নীতির প্রশ্রয়ও দিচ্ছে এই সরকার। আগামী দিনে মানুষ বিজেপিকে প্রত্যাখান করবে।’
কর্নাটকের বিজেপি সরকারকে নিশানা করেছেন তিনি। শুধু তাই নয়, নাথুরাম গডসের নামে রাস্তা বা কোনও চৌকের নামও কেন করা হয়নি, সে প্রশ্নও তোলেন তিনি। হিন্দু মহাসভার নেতা প্রশ্ন তোলেন, মহাত্মা গান্ধীকে কেন জাতির জনক হিসেবে বলে ছেলেমেয়েদের শিক্ষা দেন বাবা-মায়েরা?
উল্লেখ্য, জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে। তাঁর নামেও খোলা হচ্ছে ইউটিউব চ্যানেল। সম্প্রতি এমনই জানায় অখিল ভারতীয় হিন্দু মহাসভা। কিন্তু হঠাৎ কেন গডসের নামে ইউটিউব চ্যানেল? কী দেখানো হবে সেখানে? জানা গিয়েছে, কেন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন গডসে, সেই সুনির্দিষ্ট কারণগুলি তুলে ধরা হবে ওই চ্যানেলে।
সংগঠনের মুখপাত্র অভিষেক আগরওয়াল জানিয়েছেন, ‘বর্তমানে যুব প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। নাথুরাম গডসের নামাঙ্কিত চ্যানেলটির মাধ্যমে আমরা দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে চাইছি। গান্ধীকে হত্যা করা নিয়েও গডসের সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে, তাই ওই চ্যানেলের মাধ্যমে আসল কারণগুলোও তুলে ধরা হবে। শুধু তাই নয়, গডসে কী কী ভাল কাজ করেছেন, সেগুলোরও প্রচার করা হবে সকলের জন্যে।’
করোনা পরিস্থিতির মধ্যেও দেশে সাড়ম্বরে পালিত হয়েছে গান্ধীজির জন্মদিবস। কিন্তু এ বছর ট্যুইটারে ট্রেন্ড হয়ে ওঠে নাথুরাম গডসের নাম! এমনকী নাথুরাম গডসে জিন্দাবাদ স্লোগান ওঠে সোশ্যাল মিডিয়ায়। এবার তাঁর নামেই শুরু হতে চলেছে ইউটিউব চ্যানেল। যদিও হিন্দু মহাসভার তরফে বিজেপিকেও ছেড়ে দেওয়া হচ্ছে না।