দিল্লির পর এবার এরাজ্যে ই-রিক্সা চালু করছে উবের
পরিমল কর্মকার (কলকাতা) : দিল্লির পর এবার এরাজ্যের বিভিন্ন শহরে ই-রিক্সা অর্থাৎ টোটো চালু করছে “উবের” সংস্থা। শনিবার উবের-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা ও আশেপাশের কিছু অঞ্চলে আপাতত: ৫০০ টি ই-রিক্সা চালু করা হচ্ছে।
যেসব অঞ্চলে চাইলেই পাওয়া যাচ্ছেনা অ্যাপ-ক্যাব, সেইসব জায়গাতেই চালু হচ্ছে এই পরিষেবা। যেভাবে অ্যাপ মারফৎ গাড়ি বুক করা হয়, সেই পদ্ধতিতেই বুক করা যাবে উবের-এর ই-রিক্সা।
জানা গিয়েছে, আপাতত: সল্টলেক, মধ্যমগ্রাম, বারাসাত, রাজারহাট এছাড়াও কলকাতা এবং হাওড়ার কিছু এলাকায় চলবে ই-রিক্সা। যাত্রীরাও অত্যন্ত কম ভাড়ায় চড়তে পারবেন এই রিক্সায়।