নিউজডেস্ক অয়ন বাংলা:- জলপাইগুড়ির বিজেপি প্রার্থী নিয়ে মহা সমস্য।দলের ঘোষিত বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের মনোনয়নপত্র বাতিল হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। তাই দলের নেতা দীপেন প্রামাণিক ওই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার ছিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায় রাজ্য সরকারি ডাক্তার। কিন্তু মনোনয়ন পেশের আগে চাকরিতে পদত্যাগপত্র জমা দিলেও তাঁর ইস্তফা এখনও গ্রহণ করেনি রাজ্য সরকার। ফলে বাতিল হয়ে যেতে চলেছে তাঁর প্রার্থীপদ।
পরিস্থিতি এমনই জটিল হয়ে ওঠে যে, পরিস্থিতি সামাল দিতে সোমবার রাতের ট্রেনে জলপাইগুড়ি যান মুকুল রায়। উল্লেখ্য, এতদিন কোনও প্রার্থী ভোটে জিতলে তাঁকে চাকরিতে ইস্তফা দিতে হত। নতুন নিয়ম অনুযায়ী, চাকরিতে ইস্তফা দিয়েই ভোটে দাঁড়াতে হবে। ফলে ইস্তফা যে গৃহীত হয়েছে তার প্রমাণ দাখিল করলেই, তবে গৃহীত হবে মনোনয়ন।এই মহা সমস্যার জন্য নির্দল প্রার্থী হিষাবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থী দীপেন প্রমানিক কে বিজেপি প্রার্থী হিষাবে ঘোষণা করলেন বিজেপি নেতৃত্ব।