মুর্শিদাবাদের. কান্দীতে দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে হামলা
নিজস্ব সংবাদাতা ,অয়ন বাংলা :- মুুুুুশির্দাবাদ জেলার কান্দীর পাখমারা ডোবে বিজেপির যোগদান কর্মসুচী ও মিছিল ছিলো।যথারীতি দিলীপ ঘোষের উপস্থিতিতে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।কালো পতাকাও দেখানো হয় কান্দী হাসপাতাল রোডে।এরপর কান্দিতে জনসভা শেষ করে বহরমপুর ফেরার পথে কান্দি বহরমপুর রাজ্য সড়কে পুরন্দরপুর বাসস্ট্যান্ডের কাছে দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে কালো পতাকা দেখানোর পাশাপাশি গাড়ীতে হামলা চালানো হয়।প্রথমে জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়,এবং দিলীপ ঘোষের গাড়ির উপর লাঠির আঘাত করতে থাকে বেশ কয়েকজন দুষ্কৃতী এবং নদিয়া জেলা কিষান মোর্চা সভাপতি শাখা রব সরকারের গাড়ির ওপর হামলা চালানো হয়েছে বলে জানাগেছে।এই নিয়ে বিজেপির নেতৃত্ব কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
বিজেপির অভিযোগ, সকালে তাঁদের কালো পতাকা দেখানো হয়েছিল। ফের এদিন ফেরার পথে রাস্তায় তাঁদের কালো পতাকা দেখানো হয়। সেই সময় প্রায় ৫০-৬০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী পুলিশের সামনেই কনভয়ে হামলা করে।
দিলীপ ঘোষ বললেন , “বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই হিংসা ছড়াচ্ছে রাজ্যে। তৃণমূল হতাশ হয়ে বিজেপির উপর আক্রমণ করছে।”