নিউজ ডেস্ক: – উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে প্রচার করবেন সেখানেই হারবে বিজেপি। শুক্রবার গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর কটাক্ষ করে এই মন্তব্যই করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ।
এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হায়দরাবাদের সাংসদ বলেন, ‘আমরা বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক পথে লড়াই করব। তেলেঙ্গানার মানুষও এই রাজ্যে বিজেপির প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধিতে বাধা দেবে বলে বিশ্বাস করি আমরা। যেখানেই অমিত শাহ ও যোগী আদিত্যনাথ প্রচারের জন্য যাবে সেখানেই হারবে বিজেপি।’
গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনে ১৪৯টি আসনে প্রার্থী দিয়ে ৪৮টিতে জয়ী হয়েছে বিজেপি। তাদের আগে একমাত্র তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (৫৫) রয়েছে। এর জেরে হায়দরাবাদে বিজেপি ঝড় বয়েছে বলে দাবি করছেন অনেকে। যদিও সে কথা মানতে রাজি নন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান ওয়েইসি। উলটে তাঁর দাবি, ‘কোথায় ঝড় বইছে? যদি সত্যিই কোনও ঝড় বইত তা হলে বিজেপি মহারাষ্ট্রের এমএলসি নির্বাচনে হারত না। ওরা বলেছিল ওল্ড হায়দরাবাদে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। কিন্তু, আমার এলাকায় বিজেপি কিছুই করতে পারেনি। আমরা গণতান্ত্রিক স্টাইক করেছি। আগে ৬০টি আসনে লড়াই করে ৪৪ জন কাউন্সিলার নির্বাচিত করেছিলাম। এবার ৫১টি আসনে লড়াই করেও তা ধরে রাখতে পেরেছি।’