প্রয়াত সাংবাদিক মানিক চৌধুরীর স্মরণে শোকসভা, সখেরবাজারে
পরিমল কর্মকার (কলকাতা) : করোনায় আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত হয়েছেন সাংবাদিক মানিক চৌধুরী (৭২)। রেখে গিয়েছেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে। জানা গিয়েছে, বয়স সত্তর পেরিয়ে গেলেও অসুস্থ হয়ে কোনোদিন বাড়িতে শুয়ে থাকতে তাকে কেউ কখনও দেখেন নি। মনে-প্রাণে-চেহারায় ঝকঝকে তকতকে ও ছটফটে মানিক বাবুর হঠাৎ কয়েকদিনের অসুস্থতা… তারপরই হঠাৎ করে চলে যাওয়া…. মানতে পারছেন না কেউই।
গত ৫ ডিসেম্বর “সোনারতরী” নামে একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো মানিক চৌধুরী স্মরণে শোকসভা। সখেরবাজারে সোনারতরী’র অফিস কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন তার অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীরা। জানা গেল তিনি এই সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। শুধু এই সংগঠনই নয়, তিনি যুক্ত ছিলেন আরও ১৬ সাংস্কৃতিক ও সমাজকল্যাণমুখী সংস্থার সঙ্গে।
তিনি ব্যাঙ্ক কর্মী ছিলেন। রিটায়ার্ড করার পর তিনি বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। এইসঙ্গেই তিনি “সম্প্রীতি ভারত” সহ কয়েকটি সাপ্তাহিক ও পাক্ষিক কাগজে সাংবাদিক হিসেবে যোগ দেন। এছাড়াও বিভিন্ন ধরনের ম্যাগাজিন ও পত্র-পত্রিকায নিয়মিত লেখালেখি ছিল তার নেশা।
হঠাৎ করে চলে যাওয়ায় প্রয়াত মানিকবাবুর শুভাকাঙ্ক্ষী ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে। তারই প্রতিফলন দেখা গেল এই স্মরণ সভায়। সভায় উপস্থিত অনেকেই কান্না ভরা কণ্ঠে তাঁর স্মৃতিচারণ করলেন।
এদিনের সভায় উপস্থিত ছিলেন সোনারতরী’র সম্পাদক বিমান গুহ ঠাকুরতা, মানিকবাবুর পুত্র মৈনাক চৌধুরী, হামিদ আহমেদ, সাংবাদিক পরিমল কর্মকার, ভবানী ভট্টাচার্য, রীমা শিকদার, পার্থ চক্রবর্ত্তী, শুভ্রকান্তি ভট্টাচার্য, সুস্নাত রায় প্রমুখ।