নিউজ ডেস্ক :- মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায় হওয়ার পর জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ায় এখন উদার হতে চলেছে আমেরিকা। ইতিহাসে এক অভাবনীয় ঘটনা। এই প্রথম ক্যালিফোর্নিয়ার বিধানসভায় একজন মুসলিমকে ইমাম হিসেবে নিয়োগ করা হয়েছে। এর ফলে সম্মানজনক এই পদে ইতিহাস রচনা করল ক্যালিফোর্নিয়া। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর ফলাও করে ছেপেছে।
সিএনএন জানিয়েছে, নিয়োগ পাওয়া ওই মুসলিম ইমামের নাম মুহাম্মদ ইয়াসির খান। গত ৭ ডিসেম্বর বিধানসভায় প্রথম ইমাম হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। তিনি ২০২১ থেকে ২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
আমেরিকার ক্যালিফোর্নিয়া বিধানসভার স্পিকার অ্যান্থনি রেন্ডন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমি আমার নিজ রাজ্যে ইসলামের বৃদ্ধি দেখেছি। খ্রিস্টান ও মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, ইয়াসির খান ক্যালিফোর্নিয়ায় অবদান রাখতে চান।’ বিধানসভায় ইমামের কাজ মূলত প্রতিটি অধিবেশন শুরুর আগে দোয়া পাঠ করা। তবে ইয়াসির খানের আশা, এটি মুসলিমদের অন্য সম্প্রদায়গুলোর আরো কাছাকাছি আসার সুযোগ করে দেবে। কপি: আপনজন