নিউজ ডেস্ক :- প্ররতি দিনই চলছে দল বদল ,ভাঙা গড়ার খেলায় ব্যাস্ত রাকমৈতিক দলগুলি । À পশ্চিমবঙ্গে জোরকদমে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। ইতিমধ্যে দলের তরফে নানা পদক্ষেপ করা হয়েছে। .যেকোনও উপায়েই হোক ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাত করে বাংলায় গেরুয়া শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ময়দানে নেমে পড়েছেন অমিত শাহ, দিলীপ ঘোষরা। সেই গেরুয়া শিবিরকেই এবার চূড়ান্ত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর।
এহেন প্রশান্ত কিশোর এদিন একটি টুইট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ‘ডবল ডিজিট’ বা দুই অঙ্কের সংখ্যা পেরোতে পারবে না। অর্থাৎ তিনি বলতে চাইছেন, আগামী নির্বাচনে বিজেপি যতই প্রচারের হাইপ তুলুক, ভোটের পর মুখ থুবড়ে পড়বে।
এখন ঘটনা হল, প্রশান্ত কিশোরের এই দাবিকে কতটা মান্যতা দেওয়া যেতে পারে? অনেকেই বলছেন, প্রশান্ত কিশোর এর আগে নরেন্দ্র মোদী, নীতীশ কুমারের মতো হেভিওয়েটকে জিতিয়ে এসেছেন। ফলে তাঁর কথায় যুক্তি রয়েছে। তৃণমূল সরকার তাদের বিভিন্ন প্রকল্পকে মানুষের হাতে পৌঁছে দিয়েছে। ফলে বিজেপি সংবাদমাধ্যমে প্রচার কৌশল জারি রাখলেও আদতে বাংলার মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই।
আর একটা অংশ মনে করছে, প্রশান্ত কিশোরের চ্যালেঞ্জ পুরোপুরি বুমেরাং হবে। তার কারণ, গত লোকসভা নির্বাচনে বিজেপি ইতিমধ্যেই বাংলায় ৪২টির মধ্যে ১৮টি আসন পেয়ে গিয়েছে। এবং ভোট শতাংশের বিচারে ৪০ শতাংশের ওপরে রয়েছে। যা আগামী নির্বাচনে আরও বাড়বে। ফলে সেই হিসাব ঠিক থাকলে আগামিদিনে তৃণমূলের হিসেব উল্টে যেতে পারে।
রাজ্যে নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করেছেন, আগামী নির্বাচনে বাংলায় বিজেপি ২০০টিরও বেশি আসনে জয়লাভ করবে। তৃণমূল কংগ্রেসকে সরাসরি ভোটের ময়দানে উড়িয়ে দেওয়ার কথা বলেছেন তিনি। এই একই সুর শোনা গিয়েছে বিজেপির অন্যান্য নেতাদের গলাতেও।