বাংলায় তালিবানি রাজ চলছে বেহালায় চা’য় পে চর্চা অনুষ্ঠানে মন্তব্য দিলীপ ঘোষের, এদিনই ১২০ জন তৃণমূল কর্মীর যোগদান বিজেপিতে
পরিমল কর্মকার (কলকাতা) : প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৬ তম জন্মদিনে শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে বেহালায় ১২০ নম্বর ওয়ার্ডে শ্রী সংঘের সামনেই “চা’য়-পে-চর্চা” অনুষ্ঠানে এসে তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “বাংলাকে অশান্ত করে রেখেছে তৃণমুলের সরকার। বাংলায় পুলিশি রাজ চলছে… চলছে তালিবানি শাসন।” এদিন অনুষ্ঠান মঞ্চে ১২০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। ক্লাব সেলের পক্ষ থেকে প্রায় ৩০০ জন দুঃস্থ মানুষকে কম্বল বিতরন করা হয়। সকালে প্রচন্ড ঠান্ডায় এই অনুষ্ঠানে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জেলা সভাপতি শঙ্কর শিকদার, ক্লাব সেলের কনভেনর তরুণ দাস, কো-কনভেনর দিলীপ কুমার গুপ্তা, অমিত লাট, রাজ্য নেতা ভক্তিনাথ মণ্ডল, বিজেপি আইনজীবি সেলের জিতেন পাল প্রমুখ
দিলীপ বাবু আরও বলেন, দিদিভাই এখন রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দর মতো মনীষীদের নিয়ে রাজনীতি শুরু করছেন। একসময় দিদিমণি রাস্তাঘাটে রবীন্দ্র সঙ্গীত শোনাবার জন্য উৎসাহী হয়েছিলেন। এখন রাস্তা দিয়ে গেলে আর রবীন্দ্র সঙ্গীত শোনা যায়না। এখন দুয়ারে দুয়ারে সরকারের স্বাস্থ্যসাথী নিয়ে চলছে ধাপ্পাবাজি। নারদা-সারদা-আমফান সহ নানা দুর্নীতিতে ডুবে রয়েছে তৃণমূল দলটা। আর মাত্র ৪/৫ টা মাস তারপরই বর্তমান সরকারের বিদায় নিশ্চিত বলে মন্তব্য করেন তিনি।
বিজেপি’র দক্ষিণ কলকাতা জেলা সভাপতি শঙ্কর শিকদার বলেন, ২০২১-এ বিজেপি ক্ষমতায় আসছে, এটা সবাই জেনে গিয়েছে। সবচেয়ে বড় কথা শুভেন্দু অধিকারীর মতো একজন বড় মাপের নেতাকে যারা ধরে রাখতে পারেনা, তারা বাংলার মানুষকে কিভাবে ধরে রাখবে, এমনই মন্তব্য তার।
বিজেপি ক্লাব সেলের কনভেনর তরুণ দাস (রাজু) বলেন, “সারা বাংলা জুড়ে আমাদের ‘আর নয় অন্যায়’ ও চা-চক্র কর্মসুচি চলছে। প্রতিটা জায়গায় জনস্রোত বইছে।”
ক্লাব সেলের কো-কনভেনর দিলীপ কুমার গুপ্তা বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী-জীর ৯৬ তম জন্মদিনে এই অনুষ্ঠানে জনপ্লাবনই প্রমাণ করছে বিজেপির ক্ষমতায় আসা সময়ের অপেক্ষা মাত্র।”