বেহালা পশ্চিম তৃণমূল মহিলা কংগ্রেসের রাজনৈতিক কর্মশালা
পরিমল কর্মকার (কলকাতা) : সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ১৩২ নম্বর ওয়ার্ডে বেহালা কলেজের বিপরীত দিকের মাঠে বেহালা পশ্চিম তৃণমূল মহিলা কংগ্রেসের একটি রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন ১৩২ নম্বর ওয়ার্ডের পৌর-সমন্বয়কারী সঞ্চিতা মিত্র, ১১৯ নম্বরের অশোকা মণ্ডল, ১২৬ নম্বরের শিপ্রা ঘটক, ১২৯ নম্বরের সংহিতা দাস, রত্না চ্যাটার্জী, দোলা সরকার, সাংসদ সুব্রত বক্সি, সাংসদ মালা রায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পৌর প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশিস কুমার প্রমুখ।
বেহালা পশ্চিমের মহিলা বুথ কর্মীদের নিয়ে এই রাজনৈতিক কর্মশালার নেতৃত্ব দেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আসন্ন পুরসভা ও বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রণনীতি কি হবে, তা নিয়ে বক্তব্য রাখেন দলীয় নেতৃবৃন্দ। বিশেষ করে মানুষের সঙ্গে সমন্বয় সাধনের জন্য দুয়ারে দুয়ারে স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন কর্মসূচি পালনের লক্ষ্যে দলীয় কর্মীদের উপদেশ ও পরামর্শ দেন শীর্ষ স্থানীয় নেতা-নেত্রীরা। প্রায় ২৫০০ জন মহিলা কর্মী-সমর্থক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।