নিউজ ডেস্ক :- মোদি সরকার বাজেট পেশের আগে হিম সিম খাচ্ছে ঘাটতি যেন বেড়েই চলেছে। শুষ্ক কোষাগারে অর্থের যোগান সুনিশ্চিত করতে বিলগ্নিকরণের উপর জোর দিচ্ছে মোদী সরকার। বিগত বছরের বাজেটে অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অঙ্গ হিসেবে বল্গাহীন বেসরকারিকরণের ঘোড়া ছুটিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম-সহ একাধিক বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে নিলামে তোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকার।
সীতারামনের আসন্ন বাজেটেও বিলগ্নিকরণের সেই ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এবারের বাজেটে সীতারামন ৩ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার বিক্রির কথা ঘোষণা করতে পারেন বলে খবরে প্রকাশ। এর মধ্যে আবার একটি ব্যাংক সম্পূর্ণ বিক্রির প্রস্তাব দেওয়া হলে বিস্ময়ের কিছু থাকবে না বলে মত পর্যবেক্ষক মহলের।
প্রবল আর্থিক ঘাটতির চাপে বেসামাল ভারত সরকারের কোষাগার। খরচ অনুসারে পরিকল্পিত অর্থের সংস্থান করাই এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের কাছে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ। কোভিড এসে সরকারের কোষাগারের হাল বেহাল করে দিয়েছে। এমনই প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে এবার বাজেট পেশ করতে হবে নির্মলা সীতারামনকে।
পি এম কেয়ার ফান্ড পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি ,কোন কিছুই যেন ঘাটতি ঠেকাতে পারছে না ।