বিজেপি কি ফিনিশ নাগপুর টাইমস্ এর সমীক্ষা সে কথাই বলছে

Spread the love

ওয়েব নিউজ,অয়ন বাংলা:- নাগপুর টাইমস্ এর চমকপ্রদ সমীক্ষা রিপোর্ট নিয়ে শোরগোল পড়েছে। তাতে দেখা যাচ্ছে, এবার লোকসভা নির্বাচনে এনডিএ পেতে পারে মাত্র ১৮২টি আসন। ইউপিএ ২১৬ এবং অন্যরা ১৪৪টি আসন। সদ্য প্রকাশিত এক রিপোর্টে ‘‌বিজেপি–‌‌র অভ্যন্তরীণ সমীক্ষা’‌র তথ্য তুলে ধরার দাবি করেছে ‌নাগপুর টাইমস‌ পত্রিকা। প্রকাশিত রিপোর্টের সত্যতা যাচাই করা সম্ভব হয় নি । আর এস এসের সঙ্ঘের আঁতুড়ঘর হিসেবে পরিচিত নাগপুর থেকে এই সংবাদ প্রকাশিত হওয়ায় প্রত্যাশিতভাবেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বিজেপি নেতারা অবশ্য অস্বীকার করেছেন। এদিকে, নাগপুর টাইমস‌–‌‌এ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে এককভাবে বিজেপি পেতে পারে ১৫১টি আসন। এনডিএ শরিকরা আরও ৩১টি। ইউপিএ জোটে কংগ্রেস এককভাবে পেতে পারে ১৪১। তাদের শরিক দলগুলি পেতে পারে ৭৫টি।

বলা হয়েছে, উত্তরপ্রদেশে সপা–‌‌বসপা–‌‌আরএলডি জোট পেতে পারে প্রায় ৬০ শতাংশ, ৪৫টি আসন। বিজেপি নেমে আসতে পারে ২৯–‌এ। তাদের শরিক দল পাবে ১টি। কংগ্রেস এবার পেতে পারে ৫টি আসন। পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২টি, কংগ্রেস তাদের ৪টি আসন ধরে রাখতে পারে। তৃণমূল এবার ৩৪ থেকে বেড়ে হতে পারে ৩৬। মহারাষ্ট্রে মোট ৪৮ আসনের মধ্যে কংগ্রেস ১০, এনসিপি ১০টি। বিজেপি ১৬, শিবসেনা ১২টি। বিহারে ৪০ আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ৪টি। তাদের শরিক দলগুলোর দখলে থাকতে পারে ১৪। বিজেপি–‌‌র দখলে থাকতে পারে ১৩ এবং তাদের শরিক দলগুলো পেতে পারে ৯টি। মোট ৩৯ আসনের তামিলনাড়ুতে এবার এডিএমকে–‌‌র সঙ্গে জোট করেছে বিজেপি। কংগ্রেস লড়ছে ডিএমকে–‌‌কে নিয়ে। সেখানে দেখা যাচ্ছে, এনডিএ পেতে পারে মাত্র ৫টি। অন্যদিকে, কংগ্রেস ও ডিএমকে জোটের দখলে যেতে পারে ৩৪টি আসন। কর্ণাটকে মোট আসন ২৮। এখানে কংগ্রেস ১৪টি এবং তাদের সঙ্গীদের ৫টি আসন পাওয়ার সম্ভাবনা। সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে ৯টি আসন। রাজস্থানেও কংগ্রেস মাত করতে পারে বিজেপি‌–‌কে। মরুরাজ্যের মোট ২৫ আসনের মধ্যে এবার কংগ্রেস ১৫টি ও বিজেপি ১০টি আসন পাওয়ার কথা বলেছে বিজেপি–‌‌র অভ্যন্তরীণ এই সমীক্ষা। অন্ধ্রপ্রদেশে কংগ্রেস ৬টি, বিজেপি শূন্য। ওয়াইএসআর পেতে পারে ১৯টি। ১৩ আসনের পাঞ্জাবে কংগ্রেস ১১, এনডিএ শরিক শিরোমণি অকালি দল ২টি। ১৪ আসনের ঝাড়খণ্ডেও হাল খারাপ বিজেপি–‌‌র। এখানে কংগ্রেস ৫টি, শরিক দল ৬টি এবং বিজেপি পেতে পারে ৩টি। ছত্তিশগড়ের ১১টি আসনের মধ্যে কংগ্রেস ৯টি, বিজেপি ২টি। চণ্ডীগড় কংগ্রেসের দখলে। মধ্যপ্রদেশে অবশ্য সমানে ‌সমানে টক্কর। কংগ্রেস ১৪টি, বিজেপি ১৫টি। গোয়ায় উভয়েই একটি করে। তেলেঙ্গানায় বিজেপি শূন্য। কংগ্রেস ২টি, টিআরএস ১৪ এবং এমআইএম ১টি। অসমে কংগ্রেস ৭টি, বিজেপি ৪টি, এনডিএ শরিক ১টি। ওডিশায় কংগ্রেস ১টি, বিজেপি ৪টি এবং বিজেডি ১৬টি। অরুণাচলে ইউপিএ, এনডিএ ১টি করে। ত্রিপুরার দুটি আসন এবার যাবে বিজেপি–‌‌র দখলে। কেরলে খাতা খুলতে পারবে না বিজেপি। ২০ আসনের রাজ্যে বামেরা পেতে পারে ৭টি, কংগ্রেস ৯টি, ইউপিএ শরিক দলগুলি ৪টি। মেঘালয়ে কংগ্রেস ও এনপিপি ১টি করে আসন। জম্মু ও কাশ্মীরে ইউপিএ ৪টি, বিজেপি ২টি আসন পেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে মোট ২৬ আসনের মধ্যে বিজেপি–‌র ঝুলিতে যেতে পারে ২০টি আসন। কংগ্রেস পেতে পারে ৬টি। ‌‌সবই সমীক্ষা কি হয় কি হবে দেখতে শেষ পর্যন্ত সেই ভোটের ফলের দিকেই তাকিয়ে থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.