তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলা সম্পাদক মনোনীত হলেন সোমনাথ ব্যানার্জী
পরিমল কর্মকার (কলকাতা) : রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলা সম্পাদক মনোনীত হলেন সোমনাথ ব্যানার্জী। ভোটের মুখে তৃণমূলের সুবিধা-ভোগী বেশ কিছু নেতা-মন্ত্রীরা যখন বিজেপি-র দিকে পা বাড়াচ্ছেন, ঠিক সেই সময়ই তৃণমূলের পক্ষ থেকে দক্ষিন কলকাতায় তাদের যুব সংগঠনকে আরও শক্তিশালী করতে পদক্ষেপ নেওয়া হলো। গত ৫ ফেব্রুয়ারি এক ঝাঁক তরুণ তুর্কি কর্মীদের দলের যুব সংগঠনের দায়িত্ব দেওয়া হয় বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত: দক্ষিণ কলকাতা জেলায় দক্ষ সংগঠকদের নিয়েই এই কমিটি তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। এব্যাপারে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্ণব ব্যানার্জী বলেন, “বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের অন্যতম দক্ষ সংগঠক সোমনাথ ব্যানার্জী (বাবন) দীর্ঘদিন ধরেই দলের নানা সাংগঠনিক কর্মযজ্ঞের উদ্যোক্তা। দল ওকে জেলা সম্পাদক মনোনীত করায় দলের সংগঠন আরও সম্বৃদ্ধ ও শক্তিশালী হলো।”
এবিষয়ে সোমনাথ ব্যানার্জীর প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, “আমি তৃণমূলের একনিষ্ঠ কর্মী। দল যখন যে দায়িত্ব দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করেছি…. ভবিষ্যতেও করবো। দুয়ারে দুয়ারে কর্মসূচি থেকে শুরু করে দলীয় যেকোনো কর্মসূচিতে সক্রিয় ভাবে ছিলাম….আছি….থাকবো। দলীয় কাজে নিজেকে যুক্ত করতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি।”