কুশল শরীফ ও.হাসান বাসির অয়ন বাংলা ,,বহরমপুর :- সুদের ফাঁদে পড়ে মানুষ সর্ব্বশান্ত ও আর্থিক সমস্যায় পড়ছে । ফলে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে অসহায় সুদের টাকা পরিশোধ করতে না পেরে অপমানে লজ্জায় আত্মঘাতী হল এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার অন্তর্গত কৃষ্ণমাটি এলাকায়। সূত্রের খবর সাধনা হালদার নামে এক গৃহবধু লকডাউন এর আগে এক মহাজনের কাছ থেকে 66 হাজার 500 টাকা সুদে নিয়েছিলেন। সেই সেই টাকা ১ বছর হতে না হতেই সেই টাকা এক লক্ষ টাকার বেশি সুদ সমেত হয়ে যায় । সেই টাকা মহাজন’ চাইতে গেলে মহাজন’ তিন দিন তাকে সময় দেয়। আজ সেই টাকা ফেরত পাওয়ার কথা ছিল মহাজনের। মহাজন’ টাকা না দিলে বলে তার বাড়িতে অনেক লোকজন জমায়েত করবে। সেই লজ্জায় সাধনা হালদার নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ বহরমপুর মর্গে পাঠানো হয়েছে। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই নিয়ে এলাকায় মহাজনী সুুদের কারবারের উপর মানুষ বীতশ্রদ্ধ ।