গানের মাধ্যমে ভোটারদেরকে সচেতন করতে প্রত্যয়ান্ত সুন্দরবন এলাকায় স্বপন দত্ত বাউল
নিজস্ব সংবাদদাতা :- রাজ্যের বিভিন্ন জেলায় লোকগান ,বাউল গান, কবিতা এবং ম্যাজিকের মাধ্যমে জনগনকে সচেতন করে বেড়ায় পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বেড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী স্বপন দত্ত বাউল। এবারে বিধানসভা 2021 নির্বাচনের প্রাক মুহূর্ত নিজের উদ্যোগে জেলায় জেলায় ভোটারদেরকে সচেতন করতে এগিয়ে এলেন সুন্দরবনের স্বপন দত্ত বাউল।নিজের লেখা বাউল গানে গান বেধেছে নিজের ভোট নিজে দাও ভোট নষ্ট করো না ভিপি প্যাডে যাচাই করে তে ভুলনা নিজের ভোটকে। এইভাবে সচেতন করলেন ক্যানিং বাজার সংলগ্ন বিভিন্ন জনবহুল রাস্তাঘাটে । আগামী দিনেও সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ভোটের সচেতন যাবেন বলে তিনি জানিয়েছেন।এর আগে এই ধরনের অসাধারণ কাজের জন্য নির্বাচন কমিশনের অফিস থেকে তাকে সম্মানিত করা হয়েছিল। স্বপন দত্ত পরিবারের নজন ফ্যামিলি নিয়ে অর্থ হীন অবস্থায় জীবনযাপন করে । তবুও নিজের তাগিদে নিঃশর্তে বিনা পারিশ্রমিকে এ রাজ্যের মানুষের নিরাপত্তার কারণে ,অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের যাতে হয়,।সেই নিয়ে তিনি সচেতন করতে ছুটে চলে এসেছেন ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক মৃত্যুঞ্জয় সরদারের হাত ধরে হাত ধরে সুন্দরবন এলাকাতে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বহুদিন যাবৎ বাউল গানের মাধ্যমে মানুষকে সচেতন করছে। প্রচারের পাশাপাশি অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের বিনামূল্য গানের তামিল স্বপন বাবু। স্বপন দত্ত বাউলের কথা থেকে উঠে আসে নিজের দায় বদ্ধতা থেকে বাউল গানের মাধ্যমে জনগণকে সচেতন করে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন ও নিজের ভোট নিজে দাও, তেমনই প্রচারে তিনি উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে। এই প্রচারের জন্য না দেয় নির্বাচন কমিশনার না দেয় রাজ্য সরকার তার আর্থিক পারিশ্রমিক।কোথাও চা বিস্কিট খেয়ে সারাটাদিন কেটে যায়, কোথাও কারো দয়াতে এক মুঠো অন্ন জোটে এই বাউলের।