4 ফুট দৈর্ঘ্যের একটি কুমির ধরা পড়ল রাধাকান্তপুর অঞ্চলের আটেশ্বর তলা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়…
তপন কুমার দাস ,অয়ন বাংলা:- রায়দিঘি থানা অন্তর্গত রাধাকান্তপুর অঞ্চলের আটেশ্বর তলা একটি কুমির ধরা পড়ল। কুমির টি ছিল দৈর্ঘ্য প্রায় চার ফুট।গত কাল সন্ধ্যার সময় দেখতে পাওয়া যায় মনি নদীর তীরে আটেশ্বর তলা নদীতে। কারণ জল কমে যাওয়ার জন্য কুমির নদীর পাড়ে চুপচাপ অবস্থায় থাকে। এলাকার বাসিন্দারা দেখতে পায় লম্বা লম্বা আকৃতির কি যেন পড়ে আছে কাছে গিয়ে তাকে একটি চার ফুট আকৃতি কুমির শুয়ে আছে। দেখতে পাওয়া মাত্র এলাকার বাসিন্দা শ্রী কৃষ্ণ হালদার দড়ির ফাঁদ পেতে কুমির টিকে ধরে রাখে । এই কুমির দেখার জন্য নদীর পাড়ে বিশাল ভিড় জমে যায়। মানুষের হই হট্টগোলে কুমির টি নিস্তব্ধ হয়ে থাকে। তার পর এলাকার বাসিন্দারা রায়দিঘি বন দফতরের কর্মীকে ফোন করেন। বনদপ্তর কর্মী জয়দেব মিস্ত্রি এসে কুমিরটি কে উদ্ধার করে নিয়ে যায়।
এলাকার পথচারী আস্তিক গায়েন বলেন যে, এইরকম বিরল প্রজাতির কুমির দেখে আমি স্তম্ভিত হয়ে পড়লাম। এলাকার বাসিন্দারা কুমির টিকে হত্যা না করে বনদপ্তর হাতে তুলে দিলেন !