‘ নন্দীগ্রামে মমতা আহত ‘ শুক্রবারেও কান্দী,খড়গ্রাম, বালিয়া ও কুলিতে ধিক্কার ও মৌন মিছিলে তৃণমূলের বিক্ষোভ
রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ: মনোনয়ন পত্র জমা দেওয়ার পর বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজার এলাকায় আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে— এই অভিযোগ করার পরই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে।বৃহস্পতিবার বিক্ষোভ ছড়িয়ে পড়েছে জেলায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ করছেন।সেখান থেকেই স্লোগান ওঠে— মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।ফের শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস ও বালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ।উপস্থিত ছিলেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য ও সদস্যারা ও বালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।
খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পারুলিয়া, পদমকান্দী ও মাড়গ্রাম অঞ্চলেও ধিক্কার মিছিল হয়।অন্যদিকে কান্দী ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালো পতাকা হাতে মৌন ধিক্কার মিছিল কান্দী ব্লক মোড় থেকে শুরু করে কান্দী শহর পরিক্রমা করে কান্দী বাসস্ট্যান্ডে কালো পতাকা হাতে ধিক্কার মৌন মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা ৬৮ নম্বর কান্দী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব সরকার।অন্যদিকে ভরতপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল করে ।মিছিলে নেতৃত্ব দেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ুন কবির। বড়ঞা থানার অন্তর্গত কুলি চৌরাস্তা মোড়ে বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হলো। ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মুর্শেদ জর্জ সহ বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।