আই এস এফ ও বাম এর সঙ্গে জোট হাওয়ায় সুবিধা পাচ্ছেন খড়গ্রামের প্রার্থী
নিজস্ব সংবাদদাতা ,কান্দী :- সাধারণ মানুষের ভিড়ে জনসংযোগ বাড়াতে মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভায় পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন সংযুক্ত মোর্চা সমর্থিত বাম কংগ্রেস প্রার্থী বিপদতারণ বাগদি। মঙ্গলবার সকালে কল্যাণপুর 2 অঞ্চলের বেলডাঙ্গা সহ বিভিন্ন গ্রামে গ্রামে সকলের কাছে গিয়ে করজোড়ে ভোট প্রচার সারলেন বিপদতারণ বাগদি। খড়গ্রাম বিধানসভার বেলডাঙ্গা এলাকাবাসীর সঙ্গে কথা বলেন শোনেন তাদের অভাব অভিযোগ। এখন চোখে পড়ার বিষয় হলো কংগ্রেসের চেয়ে সিপিএমের প্রচারের চাহিদা যা লাল ঝাণ্ডার সঙ্গে এলাকা প্রচারে তাক লাগিয়ে দিয়েছে। এলাকা মানুষ বলছে আসলে আব্বাসের সঙ্গে জোট হাওয়ায় এখানে কংগ্রেস অনেক এগিয়ে থাকবে।গত দুদিন ধরে খড়গ্রাম বিধানসভার এড়োয়ালি এলাকায় ছাত্র-যুব থেকে শুরু করে সংযুক্ত মোর্চার তথা বামফ্রন্ট ও কংগ্রেস পার্টির সিনিয়র নেতৃত্বের সঙ্গে বিধানসভা ভোট প্রচারে জনসংযোগ করতেএলাকায় ঘুরছেন । এলাকায় ভোট প্রচার করতে গিয়ে বিপদতারণ বাগদি বলেন আমার উপলব্ধি এই এলাকার মানুষ চাই ভালবাসতে, তাদের দেখা স্বপ্নগুলো পূর্ণ করতে। যে স্বপ্নগুলো গণতন্ত্রবিরোধী তৃণমূল কংগ্রেস ও বিজেপি পার্টির স্বৈরাচারীর জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। খড়গ্রাম এলাকার মানুষ যেভাবে আজকে ভালোবাসা উজার করে দিলেন , তাতে আগামী বিধানসভা নির্বাচনের সকলের প্রিয়দাদা অধীর রঞ্জন চৌধুরী এবং জোটের হাত শক্ত করার মাধ্যমে আশীর্বাদ করেনআমার দৃঢ় বিশ্বাস। শুধুমাত্র খড়গ্রাম বিধানসভার নয় সমগ্র বাংলা ছাত্র যুব সমাজের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য তারা এগিয়ে আসবেন।