নিউজ ডেস্ক.অয়ন বাংলা (এবিএন নিউজ) :- রাজ্য রাজনীতিতে বড় সিদ্ধান্ত নিলেন অধীর চৌধুরী ,তিনি শেষ তিন দফায় কোন জনসভা করবেন না ,পাশাপাশি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আবেদন করেছেন বাকি তিন দফা ভোটগ্রহণ পরে করার জন্য । বাকি তিন দফা ভোটের প্রচার থেকে সরিয়ে নিলেন পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি ও ডাকা বুকো নেতা অধীর চৌধুরী । করোনা সংক্রমন প্রতিদিন মাত্রাহীণ ভাবে বেড়ে চলেছে । পাশাপাশি তিনি এই দাবী করেন জীবনের মূল্যকে গুরত্ব দিয়ে বাকী তিন দফা নির্বাচন স্থগিত করার আবেদন ও জানান । বতর্মানে তিনি হোম আইসোলেসনে আছে ।এই বিষয়ে তিনি স্যোসাল মিডিয়ায় বলেন ” নির্বাচন কমিশনকে অনুরোধ এই করোনা মহামারীর কালে নির্বাচন বন্ধ হোক এখন, নির্বাচন পরেও হতে পারে, আগে মানুষের জীবন, তারপর বাকি সব।
নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে জানিনা! আমার হাতে যেটুকু আছে, আজ থেকে আর কোনো জনসভা করবো না।”
কিন্তু শেষ দু দফায় মুর্শিদাবাদের ভোট গ্রহণ ,এক কথায় কংগ্রেস এর গড় হিষাবে পরিচিত মুর্শিদাবাদ । এই শেষ দু দফায় নির্বাচনে জনসভা ও প্রচারে যদি অধীর চৌধুরীকে না দেখা যায় তাহলে কংগ্রেস ও জোট এর ক্ষতি হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল ।এখন শেষ পর্যন্ত অধীর চৌধুরী তার নিজের গড় ধরে রাখতে পারবে নাকি সেটাও দেখার ।