বুথফেরত সমীক্ষা একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে তৃণমূল কংগ্রেস

Spread the love

একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে তৃণমূল কংগ্রেস: প্রকাশিত এবিপি-সি ভোটার বুথফেরত সমীক্ষা

নিউজ ডেস্ক  :- শেষ হল আট দফার ভোট গ্রহণ । বাংলার রাজনীতিতে এক চিরস্মরণীয় নির্বাচন । ইতিমধ্যে আট দফায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন পশ্চিমবঙ্গে মানুষ। এবার অপেক্ষা চূড়ান্ত ফলাফলের। আগামী ২ মে বিধানসভা ভোটের ফলাফল ঘোষিত হবে। সেদিনই বোঝা যাবে আগামী পাঁচ বছরের জন্য কোন দলের হাতে ক্ষমতা থাকবে। তার আগে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাতটা থেকে সামনে আসতে শুরু করেছে পশ্চিমবঙ্গের বুথফেরত সমীক্ষা।

সেই সমীক্ষা থেকে আভাস মিলবে, কোন দল ক্ষমতায় আসতে পারে। তবে বুথফেরত সমীক্ষা যে সবসময় চূড়ান্ত ফলাফলের সঙ্গে হুবহু মিলে যায়, তা মোটেও নয়। বরং অতীতে একাধিকবার এমনও হয়েছে, বুথফেরত সমীক্ষায় যে আভাস মিলেছিল, তা চূড়ান্ত ফলাফলের দিন একেবারে পালটে গিয়েছে। তা সত্ত্বেও আগামী পাঁচ বছরের বিষয়ে অনুমানের জন্য বুথফেরত সমীক্ষার দিকে বরাবরই নজর থাকে।

 

 

একক সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল, সেঞ্চুরি করবে বিজেপি : সমীক্ষা
এবিপি-সি ভোটার বুথফেরত সমীক্ষা : ২৯২ টি বিধানসভা কেন্দ্রের ৮৫,০০০ জনের সঙ্গে কথা বলে সমীক্ষা চালানো হয়েছে। তৃণমূল কংগ্রেস পেতে ১৫২-১৬৪ টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ১০৯-১২১ টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ১৪-২৫ টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.