সুরজিৎ দে ,অয়ন বাংলা :- করণার দ্বিতীয় স্রোতে বিপাকে গোটা ভারত। দিনের পর দিন ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা আর তার সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। এমন উদ্বিগ্ন পরিস্থিতিতে রাজ্যজুড়ে আংশিক লকডাউন এর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রতিটি জেলার অবস্থা সঙ্কটজনক। পিছিয়ে নেই মালদা জেলা ও। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতেও সরকারি নির্দেশিকা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে চাঁচল এ চলছে বাজার হাট থেকে শুরু করে সমস্ত ধরনের কাজ। এমন কি অধিকাংশের মুখেই নেই কোন মাস্ক। এমন অবস্থায় যেখানে প্রশাসনের তৎপর হওয়া উচিত সেখানে চাচল থানার ঢিল ছোড়া দূরত্বে মানুষের ঢল। খোলা শপিং মল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেস্তোরাঁ, বিউটি পার্লার, স্পা, জিম, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স। সকাল 7 am থেকে 10 am বিকাল 3pm থেকে 5pm বাজার হাট খোলা থাকবে। ভয়াবহ পরিস্থিতি রাজ্যে অব্যাহত রেকর্ড ভাঙ্গা সংক্রমণ। কিন্তু সেই সব কে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে চাচোল এর শপিংমলগুলো। যদিও এদিন মাইকিং করে সতর্ক ও সচেতনতা বার্তা দিয়েছে চাচল থানার পুলিশ।