ভরতপুরে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ূন কবীর
জৈদুল সেখ, অয়ন বাংলা , ভরতপুর:-
মুর্শিদাবাদ জেলার ২২ টি বিধানসভায় এগিয়ে তৃণমূল, শোচনীয় ফল কংগ্রেসের। কান্দী মহকুমার চারটি বিধানসভায় চারটিতেই এগিয়ে তৃণমূল।
কান্দীতে ৩৮০৮০ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব সরকার, বড়ুয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী ২৭৫৪ ভোটে জয়ী জীবন কৃষ্ণ সাহা, ভরতপুর বিধানসভার ৪৩০৮৩ ভোটে জয়ী লাভ করল তৃণমূল প্রার্থী হুমায়ূন কবীর।।
কান্দি মহুকুমা কংগ্রেসের শক্ত ঘাটি , সেখানেই ধুঁয়েমুছে সাফ হয়ে গেল। উঠছে প্রশ্ন অধীরকে নিয়ে অধীরের গড় নিয়ে।
উল্লেখ্য এখানে বিজেপি প্রার্থী ইমন কল্যাণ মুখার্জী কাছ থেকে ৪৩০৮৩ ভোটে জয়ী লাভ করল।
কংগ্রেসের প্রার্থী কমলেশ চ্যাটার্জি তৃতীয় স্থানে।
ভোটে জয়ী হয়ে উন্নয়নের বার্তা দিয়ে বিজয় মিছিল বের করলেন। বিজয় মিছিল বের হতেই কর্মী সমর্থকদের ভিড় তাতে সবুজ আবীর সবুজ হয়ে উঠে ভরতপুর বাসী।
প্রসঙ্গ বহিরাগত প্রার্থী বলে হুমায়ুন কবীরকে অনেকেই অবহেলা করেছিলেন, তার সঙ্গে সিজার দ্বন্দ্ব কাজে লাগিয়ে বিজেপি সুবিধা নেওয়ার চেষ্টা করলেও, পরবর্তী সময়ে সেই সিজারকে সঙ্গে নিয়ে বাজিমাত করলেন তৃণমূলের দ্বন্দ্ব প্রতাপশালী নেতা হুমায়ুন কবীর।