মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ, রাজ্যে সব লোকাল ট্রেন বন্ধ, বাস-মেট্রোরেল অর্ধেক
পরিমল কর্মকার (কলকাতা) : টানা তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই করোনা মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ গ্রহন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের পরই নবান্নে গিয়ে তিনি এক গুচ্ছ নয়া নির্দেশিকা জারি করলেন। তাতে রাজ্যে সমস্ত লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস ও মেট্রোরেল চলবে অর্ধেক বলে জানানো হয়েছে।
এই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি আফিসগুলিতে শতকরা ৫০% পর্যন্ত কর্মীর হাজিরা, বেসরকারি অফিসে শতকরা ৫০% কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম কাজ করার নির্দেশ। শপিং মল, বার, রেস্তোরা এসব এখন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ, কোনও অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করা যাবেনা, তাতেও সরকারি অনুমতি লাগবে।
এই নির্দেশে বলা হয়েছে, রাজ্যে সমস্ত লোকাল ট্রেন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। সংখ্যায় অর্ধেক চলবে বাস ও মেট্রোরেল। বিমানে আসা-যাওয়ার ক্ষেত্রে লাগবে কোভিদ রিপোর্ট। বাইরে থেকে জরুরী ভিত্তিতে কেউ রাজ্যে এলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে বাজার-দোকান। বেলা ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে। গয়নার দোকান বেলা ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে। এই নির্দেশ লঙ্ঘিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।