প্রত্যন্ত গ্রামে অক্সিজেন পৌঁছে দিচ্ছে রেড ভলেন্টিয়ার
জৈদুল সেখ, বহরমপুর:-
রেড শূন্য তবুও ভলেন্টিয়ার সেঞ্চুরি! ওরাই আকাশে তুলেছে ঝড়!
মুর্শিদাবাদে গ্রাম থেকে শহর জুড়ে অক্সিজেনের জোগান দিতে একমাত্র ভরসা হয়ে উঠেছে সিপিএমের স্বেচ্ছাসেবী সংগঠন রেড ভলেন্টিয়ার্স
। শুক্রবার ঈদের দিন ফোন আসে বহরমপুর থানার অন্তর্গত সাহাজাদপুর অঞ্চলের তিয়ার পুস্কুরনি গ্রামের নাজরুলের বাড়ি থেকে, অক্সিজেনের মাত্রা কম, ঈদে সবাই যখন আনন্দে ব্যস্ত ঠিক তখনই দায়িত্ব কর্তব্যের কথা মাথায় রেখে দীর্ঘ ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে একদম বাড়ির দুয়ারে নয়, ঘরে অক্সিজেন পৌঁছে দিলেন যারা এবারের বিধানসভায় শুণ্য অর্থাৎ সেই সিপিএমের স্বেচ্ছাসেবী সংগঠন রেড ভলেন্টিয়ার্স।।
গোটা পৃথিবীর বুকে নেমে এসেছে আকাল। গোটা পৃথিবীর তুলনায় একটা মানুষ নগণ্য কিন্তু যে মানুষ স্বপ্ন দেখে মানুষের পাশে থাকার সে বৃহৎ হয়ে যায় মানুষের সাথে মিশে থেকে। কবির ভাষায়
“মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও”