পরিচালক বুদ্ধিজীবি বিজ্ঞানীদের পর এবার ছশো শিল্পী বিজেপি কে ভোট না দেওয়ার আবেদন করল

Spread the love

বিজেপি কে ভোট নয় জনতার দরবারে আবেদন নাসির-সহ ৬০০ শিল্পীর

নিউজ ডেস্ক ,অয়ন বাংলা:- সুস্থ সংস্কৃতি ও ভারতের সংবিধধনকে বাঁচাতে দেশকে বিপদের মুখে ঠেলে না দিতে পরিচালক,বুদ্ধিজীবি বিজ্ঞানীদের পর এবার সরাসরি বিজেপি ও শরিকদলকে   ভোট না দেওয়ার আবেদন করল শিল্পীরা। জনগণের কাছে আবেদন রাখলেন ৬০০ জন শিল্পী অভিনেতা অভিনেত্রী।

যৌথ বিবৃতিতে তাঁদের আরজি ধর্মান্ধতা ও ঘৃণাকে ক্ষমতা থেকে সরাতে ভোট করুন।বিবৃতিতে যে ৬০০ জনের স্বাক্ষর রয়েছে‌ তাঁদের মধ্যে রয়েছেন আমোল পালেকর, অনুরাগ কাশ্যপ, লিলেট দুবে, নাসিরুদ্দিন শাহ, অভিষেক মজুমদার, মহেশ দত্তানি, কঙ্কনা সেনশর্মা, রত্না পাঠক শাহ ও সঞ্জনা কাপুর।১২টি ভাষায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্বলদের সশক্তিকরণে, স্বাধীনতা রক্ষায়, পরিবেশ রক্ষায় ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রসাকে ভোট দিন।’ আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলা হয়েছে, ‘৫ বছর আগে যে মানুষটি নিজেকে দেশের রক্ষাকর্তী হিসেবে চিহ্নিত করেছিলেন, তিনি তাঁর নীতির কারণে লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস করে দিয়েছেন।’ নমোর জমানায় দেশের সংবিধান হুমকির মুখে রয়েছে বলে তোপ দেগে বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ আমাদের ভালোবাসার সংবিধান বিপদের মুখে। গান, নাচ, হাসি বিপদের মুখে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.