বরাহনগর জুট মিলের শ্রমিকদেরকে হূমকী দেওয়ার প্রতিবাদে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে ডেপুটেশন আম আদমি পার্টির

Spread the love

জয়নাল আবেদিন,অয়ন বাংলা,ব্যারাকপুর:- বরাহনগর জুট মিলের শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের ডেপুটেশনের হূমকীর প্রতিবাদে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে ডেপুটেশন দিল আম আদমি পার্টির শ্রমিক বিকাশ(SVS) সংঘটন। বরানগর জুটমিলের শ্রমিকদের PF, পেনশন, গ্র্যাচুইটি, কম মজুরিতে কাজ করানো এবং ন্যায্য দাবি চাইলে জুটমিল কর্তৃপক্ষ কর্তৃক শ্রমিকদের হত্যা বা মিথ্যে কেসে জড়িয়ে দেওয়ার হুমকি, শারীরিক নির্যাতন, সামাজিক অসম্মান এমনকি মহিলা শ্রমিকদের যৌন শোষনের প্রস্তাব দেওয়া ইত্যাদির বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে ডেপুটেশন দিলো আম আদমি পার্টি (AAP)এর শ্রমিক ইউনিয়ন শ্রমিক বিকাশ সংগঠন (SVS)এর বাংলা ইউনিট।শ্রমিক বিকাশ সংগঠনের বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা প্রনজীত দে বলেন-

বরানগর জুটমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক ৬০ বছর বয়সের শ্রী সুদামা রাম! এক পা ভাঙা! ২০১১ তে অবসর নিয়েছেন! পেয়েছেন আংশিক প্রভিডেন্ড ফান্ডের টাকা, পাননি গ্র্যাচুইটির একটি টাকাও!

কিছুদিন আগে উনি গিয়েছিলেন বিহারে দেশের বাড়িতে! ফিরে এসে দেখেন তার থাকার একচিলতে কোয়ার্টার মিলের ম্যানেজার “মহঃ হাসান সরকার” ও তার সাঙ্গোপাঙ্গোদের সহযোগিতায় দখল করে নিয়েছেন “ম্যানেজার রায়” নামে পরিচিত এক ব্যক্তি! ঘর থেকে তার কাগজপত্র, বাসনকোসন, টেবিল ফ্যান, বিছানাপত্র ইত্যাদি সব গায়েব!

এদিকে উনি দেশেও ফিরতে পারছেন না কারন বছরের পর বছর তার অবসরকালীন প্রাপ্য দিচ্ছে না মিল কতৃপক্ষ!

তাই এই বৃদ্ধ বয়সে উনি ইদানিং বাধ্য হয়ে ওই ভাঙা পা নিয়ে রাস্তার ফুটপাতে থাকেন আর ভিক্ষে করে খান!

আমরা বরানগর জুটমিল নিয়ে আন্দোলন করতে গিয়ে কিছুদিন হলো ওনার কথা জানতে পেরে যথাসাধ্য সাহাজ্য করার চেষ্টা করছি এবং ওনার থাকার জায়গা ফিরিয়ে দেওয়ার স্বার্থে আজ বরানগর থানায় ওনাকে দিয়ে অভিযোগ দায়ের করিয়েছি এবং এর পর আম আদমী পার্টির পক্ষ থেকেও থানায় অভিযোগ করা হবে!

সুদামা রাম কেবল একটি উদাহরন মাত্র! বরানগর জুটমিল তথা পশ্চিমবঙ্গের সকল জুটমিলের অনেক শ্রমিকদেরই দশা মোটামুটি একইরকম!

গত ৬ মাস ধরে আমরা বরানগর জুটমিল নিয়ে আন্দোলন শুরু করেছি এবং এর শেষ দেখে ছাড়বো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.