বিরোধী দলনেতার কাছে বিজেপিকে আবর্জনা মুক্ত করার আর্জি বৈশালীর
পরিমল কর্মকার (কলকাতা) : বিজেপিকে আবর্জনা মুক্ত করার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আর্জি জানালেন বালির পরাজিত প্রার্থী বৈশালী ডালমিয়া।
বৈশালী ডালমিয়া জানান, তৃণমূল থেকে বিজেপিতে এক ঝাঁক দলবদলুর মধ্যে বেশ কিছু নোংরা-আবর্জনা ঢুকে পড়েছে, তাই অবিলম্বে ভালো করে ঝাড়াই বাছাই করে এইসব আবর্জনা দূর করতে না পারলে আগামীদিনে বিজেপিকে তার মাশুল গুনতে হবে। নাম না করে মুকুল রায়কে ইঙ্গিত করে তিনি বলেন, একশ্রেণীর নেতা দলে সম্মান ও গুরুত্ব পাওয়া সত্বেও তারা তাদের মূল্যবোধ ও মতাদর্শকে বিসর্জন দিয়ে দলের সঙ্গে বেইমানি করছেন… এগুলো মানা যাচ্ছে না। তাই তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে বিজেপিকে আবর্জনা মুক্ত করার আর্জি জানিয়েছেন।
এইসঙ্গেই তিনি নাম না করে রাজীব বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “আমি তো বালিতে মাত্র ৫ হাজার ভোটে পরাজিত হয়েছি, কিন্তু ডোমজুরের যিনি বড় নেতা তিনি তো ৪০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন….।” এমনকি বালি সহ হাওড়ায় অন্যান্য আসনগুলিতে বিজেপির ভরাডুবির জন্যও রাজীব বন্দোপাধ্যায়কে দায়ী করেন বৈশালী ডালমিয়া।