মুর্শিদাবাদের সাগরদীঘির কাবিলপুর এর রাস্তার চরম বেহাল দশা !

Spread the love

মুর্শিদাবাদের সাগরদীঘির কাবিলপুর এর রাস্তার চরম বেহাল দশা !!

মহঃ মুস্তফা শেখ-ঃ

বলতে গেলে এই রাস্তার মধ্যে দুটো মাদ্রাসা কলেজ, দুটো হাই স্কুল, তিন-চারটে এমএসকে, এসএসকে প্রাথমিক বিদ্যালয় ধরে প্রায় মোট কুড়ি বাইশ খানা প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি স্কুল প্রায় বাইশটি! তিন থেকে চারটি মন্দির প্রায় ৪০টি মসজিদ – হাজার হাজার লোকের
নিত্য যাত্রা এই রাস্তার উপর দিয়ে! কলকাতার বাস বাঁকুড়ার বাস বীরভূমের বাস মালদহের বাস এই রুটে যাতায়াত করতে দেখা যায়!

বালিয়া থেকে টিকটিকি পড়ার মধ্যবর্তী বিস্তীর্ণ জনবহুল এলাকা যেমন কাশিয়াডাঙ্গা তেঘরিপাড়া কাবিলপুর বটতলা রঞ্জিতপুর
মথুরাপুর অম্রিতপুর এরমধ্যে চারটি বড় বড় ফেরিঘাট ও রয়েছে যেখানে তিন-চারটে ব্লক এর সাথে সাগরদীঘি তথা বালিয়া-কাবিলপুরের দৈনন্দিন যোগাযোগ অথচ এত বছর ধরে এরুপ বেহাল দশায় জঙ্গলের পরিবেশের মত রাস্তাটি মুখ থুবরে পড়ে থাকে কিভাবে?
সবচাইতে মজার ব্যাপার অতি সূক্ষ্মভাবে সুপরিকল্পিত পদ্ধতিতে এই জনবহুল রাস্তাটিকে জঙ্গিপুর টু আজিমগঞ্জ বড় রাস্তা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে কেন? উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আমাদের জোরালো আবেদন ও দাবি অনতিবিলম্বে এই রাস্তাটিকে জঙ্গিপুর-বালিয়া ভায়া কাবিলপুর-টিকটিকি পাড়া আজিমগঞ্জ করা হোক।
বলতে গেলে বলা যায় পুরো সাগরদীঘি ব্লক টাকে এই কাবিলপুর এলাকায় নিয়ন্ত্রণ করতে পারে! এমনকি একটা সময় এই কাবিলপুর পুরো জঙ্গিপুর এলাকাকে নিয়ন্ত্রণ করেছে যদি আমার ভুল না হয়?

এই রাস্তা তো এতদিন সোনা দিয়ে মুড়িয়ে দেওয়ার কথা ছিল! অথচ এই রাস্তার আজও কি করুন অবস্থা!!

(পাঠকের কলম )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.