নিজস্ব সংবাদদাতা .লালবাগ.মুর্শিদাবাদ :- “GOKULPUR NASHEAT ALLIANCE SOCIETY” একটি সেচ্ছাসেবী সংস্থা, বিগত 2015 সাল হইতে বিভিন্ন এলাকায় জনস্বার্থে শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক কাজ করে চলেছে I
উক্ত সোসাইটির পক্ষ হইতে “COVID -19” সরকারী আচরণবিধি জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধির জন্য 13.06.2021 রবিবার সকাল 7 টা হইতে 10 টা পর্যন্ত এম, জে ব্লক এর প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বালি পালপাড়া, বালি গোকুলপুর ও তৎসংলগ্ন বিভিন্ন এলাকায় মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার এবং সাবান বিতরণ করা হয় I উপস্থিত ছিলেন সোসাইটির সম্পাদক, সদস্য/সদস্যা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ I
এই উদ্যেগকে এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন ।