নিউজ ডেস্ক:- করোনা সংক্রমণের জন্য দিল্লির নিজামুদ্দিনে তবলিগি মারকাজের ইজতেমা বা সম্মেলনকে দায়ী করে এক শ্রেণির মিডিয়া জোর প্রচারে নেমেছিল। যদিও তবলিগি মারকাজের তরফে বারে বারে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছিল। উল্েট দেশজুড়ে তবলিগিদের বিরুদ্ধে করোনা সংক্রমণ নিয়ে এক শ্রেণির মিডিয়া যে ঘৃণ্য প্রচার করে বেড়াচ্ছিল তার বিরুদ্ধে সরব হয়েছিলেন তবলিগির শীর্ষ কর্তারা। অবশেষে তবলিগি জামাত তাদের বিরুদ্ধে করোনা সংক্রমণ ছড়ানোর প্রচার নিয়ে ইনসাফ পেল। বুধবার জাতীয় ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড অথরিটি (এনবিএসএ) দিল্লির নিজামুদ্দিনে মারকাজে তবলিগি জামাতের বিরুদ্ধে করোনার প্রথম তরঙ্গে ‘ঘৃণা উস্কে দেওয়ার’ অভিযোগে জরিমানা দেওয়ার নির্দেশ দিল তিনটি নিউজ চ্যানেলকে। এই তিনটি নিউজ চ্যানেল হল টাইমস নাউ, কর্নাটকের দুটি আঞ্চলিক চ্যানেল নিউজ ১৮ কন্নড় ও সুবর্ণা নিউজ। পৃথক পৃথক ভাবে এই তিনিটি নিউজ চ্যানেলকে জরিমানা দিতে বলা হয়েছে।
নিউজ ১৮ কন্নড়কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং পরের সপ্তাহে ২৩ শে জুন প্রাইম টাইমে (সকাল সাড়ে ৯ টার আগে) লিখে ও কণ্ঠে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। সুবর্ণা নিউজকে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দুটি আঞ্চলিক চ্যানেলকে তাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলি থেকে সাত দিনের মধ্যে ‘ঘৃণ্য’ বিষয়বস্তু সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। আগামী ২৩ জুনের মধ্যে টেক্সট ও ভয়েস দুভাবেই ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে।
সৌজন্য :- আপনজন পত্রিকা